Share with your friends
Dr. Shoyeb

Call
  • পালমােনারী এমবােলিজম সহ অথবা ব্যতীত গভীর শিরার থ্রোম্বােসিসের চিকিৎসায়। 
  • সাবকিউটেনিয়াস ইঞ্জেকশন ১০০ আই ইউ/কে, জি দিনে ২ বার ১০ দিন অথবা সাবকিউটেনিয়াস ইঞ্জেকশন ১৫০ আই ইউ/কে.জি. দিনে ১ বার ১০ দিন। 

বি:দ্র: উপযুক্ত সময়ে মুখে সেব্য এন্টিকোয়াগুলেন্ট চিকিৎসা শুরু করতে হবে এবং একটি থে রাপিউটিক এন্টিকোয়াগুলেন্টে ফল না পাওয়া পর্যন্ত এনােক্সাপারিন চিকিৎসা চালানাে উচিত আনস্টেবল এনজাইনা এবং ননকিউওয়েভ মায়ােকার্ডিয়াল ইনফার্কশানের চিকিৎসায় এসপিরিনের সাথে একত্রে সাবকিউটেনিয়াস ইঞ্জেকশন ১০০ আই ইউ/কে.জি দিনে ২ বার ২-৮ দিন 

বি:দ্র: এটি মুখে সেব্য এসপিরিনের (১০০ থেকে ৩২৫ মি.গ্রা.) সাথে একত্রে ব্যবহার করতে হবে। এ সমস্ত রােগীদের ক্ষেত্রে এনােক্সাপারিন দিয়ে চিকিৎসা সর্বনিম্ন ২ দিন দিতে হবে এবং ক্লিনিক্যালি স্তিাবস্থা না আসা পর্যন্ত ব্যবহার চালিয়ে যেতে হবে। 

  • সার্জারীর ক্ষেত্রে। সাধারণ সার্জারীর (যেমন- পেটের সার্জারী) রােগীদের ক্ষেত্রে যাদের মাঝারীমানের থ্রোম্বােএম্বােলিজমের ঝুঁকি রয়েছে- ২০০০ আই ইউ বা ৪০০০ আই ইউ দিনে একবার সাবকিউটেনিয়াস ইঞ্জেকশনের মাধ্যমে ৭-১০ দিন। প্রথম ইঞ্জেকশন সার্জারীর ২ ঘন্টা পূর্বে দিতে হবে। 
  • অর্থোপেডিক সার্জারীর রােগীদের ক্ষেত্রে যাদের উচ্চমানের থ্রোম্বােএম্বােলিজমের ঝুঁকি রয়েছে৪০০০ আই ইউ দিনে একবার সাবকিউটেনিয়াস ইঞ্জেকশনের মাধ্যমে ৭-১০ দিন। প্রথম ইঞ্জেকশন সার্জারীর ১২ ঘন্টা পূর্বে দিতে হবে। 
  • বয়স্কদের ক্ষেত্রে: মাত্রা সংশােধনের প্রয়ােজন নেই,যদি না বৃক্কের অসমকার্যকারিতা বিদ্যমান থাকে। 
  • শিশুদের ক্ষেত্রে: শিশুদের ক্ষেত্রে এনােক্সাপ্যারিনের সহনীয়তা এবং কার্যকারিতা সুপ্রতিষ্ঠিত নয়।

 

Dose in Renal Impairment: Although no dosage adjustment is recommended in patients with moderate (creatinine clearance: 300 ml/min) and mild (creatinine clearance: 500 ml/min) renal impairment, all such patients should be observed carefully for signs and symptoms of bleeding. For patients with severe (creatinine clearance <30 ml/min) renal impairment, following dosage adjustments are recommended: Prophylactic dose ranges: 2000 anti Xa IU once daily; Therapeutic dose ranges: 100 anti-Xa lU/kg once daily.

Dose in Hepatic Impairment: Caution should be used in hepatically impaired patients.

 

কারডিনেক্স ইনজেকশন সম্পর্কে বিস্তারিত জেনে নিন এই লিঙ্ক থেকে কারডিনেক্স

Talk Doctor Online in Bissoy App