Dr. Shoyeb

Call

কোষ্ঠ কাঠিন্য - প্রাথমিক অবস্থায় অসমােল্যাক্স সলিউশন দৈনিক দুইবার দেয়া যেতে পারে। পরবর্তীতে রােগীর প্রয়ােজন অনুযায়ী মাত্রা সমন্বয় করা যেতে পারে; তবে সাধারনতঃ অসমােল্যাক্স নিম্নলিখিত মাত্রায় ব্যাবহার করা হয়: 

  • প্রাথমিক মাত্রা - প্রাপ্ত বয়স্ক - ১৫ মি.লি দৈনিক দুইবার। 
  • শিশু (৫-১০ বৎসর) - ১০ মি.লি দৈনিক দুইবার। 
  • শিশু (৫ বৎসরের নিচে) - ৫ মি.লি দৈনিক দুইবার।
  • শিশু (১ বৎসরের নীচে) - ২.৫ মি.লি দৈনিক দুইবার। 
  • অমােল্যাক্স সলিউশন প্রয়ােজনবােধে পানি অথবা ফলের রসের সাথেও গ্রহন করা যেতে পারে। 
  • হেপাটিক এনসেফালােপ্যাথি - প্রাপ্ত বয়স্ক - প্রাথমিক অবস্থায় ৩০-৫০ মি.লি দৈনিক তিনবার দেয়া যেতে পারে। পরবর্তীতে রােগীর প্রয়ােজন অনুযায়ী মাত্রা সমন্বয় করা যেতে পারে। 
  • শিশু : এই নির্দেশনায় শিশুদের জন্য অসমােল্যাক্স নির্দেশিত নয়। 
  • ল্যাকটুলােজের নিজস্ব শরীরবৃত্তীয় কার্যপ্রক্রিয়ার জন্য এর ফলাফল পেতে ৪৮ ঘন্টা সময় লাগতে পারে। 

 

 

ল্যাকটুলোজ এইচ Concentrated Oral Solution সম্পর্কে বিস্তারিত জেনে নিন এই লিঙ্ক থেকে ল্যাকটুলোজ এইচ