শেয়ার করুন বন্ধুর সাথে
Dr. Shoyeb

Call
  • তীব্র অথবা পুনরাক্রমণজনিত ভেজাইনাল ক্যানডিডিয়াসিস-১৫০ মি.গ্রা, একক। মাত্রায় সেব্য।
  • মিউকোজাল ক্যানডিডিয়াসিসে (ভেজাইনাল ব্যতীত): দৈনিক ৫০ মি.গ্রা. হিসাবে (জটিল সংক্রমণে দৈনিক ১০০ মি.গ্রা.), ওরােফেরিনজিয়াল ক্যানডিডিয়াসিস এ ৭ থেকে ১৪ দিন।
  • ইসােফেগাইটিস এবং ক্যানডিডুরিয়াতে: ১৪ থেকে ৩০ দিন।
  • সিস্টেমিক ক্যানডিডিয়াসিস এবং ক্রিপটোকক্কাল সংক্রমণে (মেনিনজাইটিস সহ): প্রথমে ৪০০ মি.গ্রা. এবং পরে ২০০ মি.গ্রা. দৈনিক, প্রয়ােজনে মাত্রা বাড়িয়ে দৈনিক ৪০০ মি. গ্রা. হিসাবে দেয়া যেতে পারে।
  • ওষুধের প্রতিক্রিয়ার উপরে চিকিৎসা চালিয়ে যাওয়া নির্ভর করবে।
  • ১ বছরের উপরের বাচ্চাদের জন্য: সুপারফিশিয়াল ক্যানডিডা সংক্রমণে- দৈনিক ১-২ মি. গ্রা./কেজি দৈহিক ওজন হিসেবে দিতে হবে।
  • সিস্টেমিক ক্যানডিডিয়াসিস এবং ক্রিপটোকক্কাল সংক্রমণেদৈনিক ৩-৬ মি.গ্রা./কেজি দৈহিক ওজন হিসেবে দিতে হবে।
  • তীব্র সংক্রমণে যেখানে জীবনাশংকা দেখা দিতে পারে সেত্রে ৫-১৩ বছরের শিশুদের দৈনিক ১২ মি.গ্রা./কেজি দৈহিক ওজনে সর্বোচ্চ ৪০০ মি.গ্রা. পর্যন্ত দেয়া যেতে পারে।

শিশুদের ক্ষেত্রে : অরােফেরিনজিয়াল ক্যানডিডিয়াসিস : প্রথম দিন ৬ মি.গ্রা. / কেজি এবং পরে ৩ মি.গ্রা. / কেজি করে একবার, কমপক্ষে ২ সপ্তাহ এবং সিস্টেমিক ক্যানডিডিয়াসিস ও ক্রিপটোকক্কাল সংক্রমণে (মেনিনজাইটিসসহ) : শিশুদের ক্ষেত্রে দৈনিক ৬ - ১২ মি.গ্রা. / কেজি শরীরের ওজন অনুসারে । অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য। 

Since oral absorption is rapid and almost complete, the daily dose of Fluconazole is the same for oral and intravenous administration.

Store below 30° C. Protect from light & moisture. Remaining reconstituted suspension should not be used after 7 days. If it is kept under freezing temperature (2- 8° C) , it can be used for 14 days. Keep out of the reach of children.

রিফামপিসিন প্লাজমাতে ফ্লুকোনাজলের পরিমাণ কমিয়ে দেয়। ফ্লুকোনাজল নাইকুমালােন, ওয়ারফেরিন এবং ফিনাইটয়েন এর কার্যকারিতা বাড়িয়ে দেয়। প্লাজমাতে সালফোনাইল ইউরিয়া এবং থিওফাইলিন এর পরিমাণ সম্ভবত বেড়ে যায়। 

ফ্লুডেক্স ক্যাপসুল সম্পর্কে বিস্তারিত জেনে নিন এই লিঙ্ক থেকে ফ্লুডেক্স

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ