Jamiar

Call

না লোকাল ক্যাবল উইস করলে ফোনের তেমন কোণ সমস্যা হবে না। তবে আপনি যে ক্যাবল টি নিবেন তার পিন টি বেশিদিন টিকবে না যা কিছুদিনের মধ্যেই নষ্ট হয়ে যাব বা আপনার ফোনে লাইন পাবে না।তখন বিরক্ত হয়ে বার বার ট্রাই করলে লাস্টে আপনার ফোনের চার্জার পিন নষ্ট বা লুস হয়ে যেতে পারে ।তাই সবসময় অর্জিনাল জিনিস ব্যবহার করতে হয় । সুতারাং কিছু টাকা বেশি লাগলেও আপনি অর্জিনাল ক্যাবল সাজেস্ট করুন ও ক্রয় করুন।আসা করি আমার কথা বুঝতে পারছেন। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Usersr

Call

আপনি উল্লেখ করেন নাই যে micro usb cable / type c.. আপনি বাজার থেকে oramio cable নিতে পারেন। কোনো সমস্যা হবেনা, আগের মতোই চার্জ উটবে এবং লং টাইম ইউজ করতে পারবেন। 


 টাইপ সি/মাইক্রো ইউএসবি খেয়াল করে কিনেন ,,, তাতেই হবে। 

মাইক্রো ইউএসবি ক্যাবল গুলা ১২০ টাকার মতো ,,, আর টাইপ সি ক্যাবল ,৩০০-৩৫০ টাকার মতো লাগবে।







ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ