নবায়নযোগ্য সম্পদ : নবায়নযোগ্য সম্পদ বলতে বছরের পর বছর ব্যবহার করলে কখনও ফুরিয়ে যাবে না, বারবার ব্যবহার করা যায় তাদেরকে বোঝায়। যেমন : সূর্যের আলো, বায়ু প্রবাহ ও পানির স্রোতের মতো প্রাকৃতিক সম্পদই হল নবায়নযোগ্য সম্পদ।    অনবায়নযোগ্য সম্পদ : যেসব সম্পদ একবার নিঃশেষ হলে হাজার হাজার বছরেও তার ফিরে পাওয়া সম্ভব নয় তাদের অনবায়নযোগ্য সম্পাদ বলে। যেমন : তেল, গ্যাস, কয়লা ইত্যাদির মতো জীবাশ্ম জ্বালানিগুলোই হল অনবায়নযোগ্য সম্পদ।    বিকল্প :    * অনবায়নযোগ্য সম্পদ সীমিত। এই সম্পদ বছরের পর বছর ব্যবহার করলে তা এক সময় ফুরিয়ে যাবে। এ সম্পদ শেষ হয়ে গেলে তা আর ব্যবহার করা যায় না। অপরদিকে নবায়নযোগ্য সম্পদ কখনোই ফুরিয়ে যাবে না। জীবনভর ব্যবহার করা যাবে। তাই অনবায়নযোগ্য সম্পদের চেয়ে নবায়নযোগ্য সম্পদকে বিকল্প হিসেবে ব্যবহার করতে হবে।    * নবায়নযোগ্য সম্পদ হিসেবে আমরা সূর্যের আলো, বায়ু প্রবাহ এবং পানির স্রোত ব্যবহার করতে পারি। সূর্যের আলো খুবই গুরুত্বপূর্ণ এবং    অফুরন্ত শক্তির উৎস। সৌর প্যানেল ব্যবহার করে আমরা সূর্য থেকে বিদ্যুৎ শক্তি পাই। বায়ু প্রবাহ শক্তির আরেকটি বিকল্প উৎস। বায়ু প্রবাহ উইন্ডমিলের পাখা ঘোরানোর মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন করে।    * নবায়নযোগ্য শক্তি হল পরিবেশবান্ধব তথা সবুজ শক্তি (Green Energy)। এই শক্তি পরিবেশকে দূষিত করে না। অপরদিকে, অনবায়নযোগ্য শক্তি পরিবেশ দূষণ করে।    * নবায়নযোগ্য শক্তির ব্যবহারে অবকাঠামোগত ছাড়া অন্য কোনো খরচ নেই।    সুতরাং, উপরোক্ত কারণে অনবায়নযোগ্য শক্তির বিকল্প হিসেবে নবায়নযোগ্য শক্তি ব্যবহার করতে হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ