মিল : * প্রাকৃতিক সম্পদ ও মানবসৃষ্ট সম্পদ উভয়ই সম্পদ হওয়ায় এরা মানুষের নানা প্রয়োজন ও চাহিদা পূরণ করে। এগুলো মানুষের উপকারে ব্যবহৃত হয়।

* দিন দিন উভয় সম্পদের চাহিদা বাড়ছে

পার্থক্য/অমিল

* প্রাকৃতিক সম্পদ প্রকৃতিতে পাওয়া যায়। কিন্তু মানবসৃষ্ট সম্পদ মানুষ নিজে প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে তৈরি করে। * প্রাকৃতিক সম্পদকে রূপদান করতে হয় না। কিন্তু মানব সম্পদকে রূপদান করতে হয়।

* প্রাকৃতিক সম্পদ সীমিত। কিন্তু, মানবসৃষ্ট সম্পদ তুলনামূলকভাবে অতটা সীমিত নয়।

* প্রাকৃতিক সম্পদ বর্তমানে নিঃশেষের পথে। কিন্তু, সে তুলনায় মানবসৃষ্ট সম্পদের প্রসার হচ্ছে।

* মানুষ প্রাকৃতিক সম্পদ তৈরি করতে পারে না কিন্তু মানবসৃষ্ট সম্পদ তৈরি করতে পারে।

* সূর্যের আলো, মাটি, পানি, বায়ু, গাছপালা, পশুপাখি, খনিজ সম্পদ, জীবাশ্ম জ্বালানি ইত্যাদি হল প্রাকৃতিক সম্পদ, কিন্তু কাগজ, ঘরবাড়ি, আসবাবপত্র ইত্যাদি হল মানবসৃষ্ট সম্পদ। * প্রাকৃতিক সম্পদ মানবসৃষ্ট সম্পদের ওপর নির্ভর না করলেও মানবসৃষ্ট সম্পদ প্রাকৃতিক সম্পদের ওপর পুরোপুরি নির্ভরশীল। মানবসৃষ্ট সম্পদের মূল উৎসই হল প্রাকৃতিক সম্পদ।

সুতরাং, প্রাকৃতিক ও মানবসৃষ্ট সম্পদের মধ্যে যেমন মিল রয়েছে তেমনি যথেষ্ট অমিল বা পার্থক্যও পরিলক্ষিত হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ