মানুষ বেশি সুন্দর কোনো বস্তু কে সহ্য করতে পারেনা।অধিক সুন্দর কোনো জিনিস দেখলে,ডোপামিন এবং সেরেটনিন নামক নিউরোট্রান্সমিটার দুটির অস্বাভাবিক ক্ষরণের ফলে সৃষ্টি হওয়া প্রভাব,মানুষ সহ্য করতে পারেনা।ফলে,মানুষ সেই বস্তুটিকে ধ্বংস করে ফেলতে চায়।উদহারণ স্বরূপ:-মিষ্টি বাচ্চার জোরে গাল টিপে ধরা অথবা গাছে,সুন্দর ফুল ফুঁটে থাকতে দেখলে,তাকে ছিঁড়ে ফেলা।একে,"cute aggression" বলা হয়।সিরিয়াল কিলারদের মধ্যে,এর প্রবণতা বেশি হলেও,আমাদের প্রত্যেকের মধ্যে এর প্রভাব রয়েছে।অর্থাৎ,আমাদের প্রত্যেকের মস্তিষ্কে একটি খুনির প্রভাব রয়েছে।




শেয়ার করুন বন্ধুর সাথে