কম্পিউটার অন করলে, RAM রেসপন্স করছে না এবং মনিটরটে কিছু আসছে না। নিজে থেকে বার বার অফ-অন হচ্ছে। 

পরিষ্কার করতে ঝাড়াঝাড়ি করেছি। তারপর থেকে এই সমস্যা হচ্ছে। RAM ইরাজার (পেন্সিল রাবার) দিয়েও পরিষ্কার করে সকেট চেঞ্জ করে লাগিয়ে দেখেছি। একই প্রোবলেম।


Share with your friends
Unknown

Call

আপনার র‍্যাম স্লটির সমস্যা হতে পারে,অথবা আপনার র‍্যামটির কার্য্য ক্ষমতা হ্রাস পেতে পারে।এক্ষেত্র একজন ভালো কম্পিউটার   এক্সপার্ট দেখাতে পারেন।

ধন্যবাদ।

Talk Doctor Online in Bissoy App

Call

আমারো এরকম হইছিল।ভাইয়া মনে হয় মাদারবোর্ড এর সমস্যা হইতে পারে।সারভিস সেন্টার এ দেখাইতে পারেন 

Talk Doctor Online in Bissoy App