Share with your friends

International Union of Pure and Applied Chemistry।

রসায়ন, নবম দশম শ্রেণী, পৃষ্ঠা ৬৪। এ সংস্থা এখন পর্যন্ত ১১৮ মৌল আবিষ্কার করেছে।

১৮৬০ সালে ফ্রেডরিখ অগাস্ট কেকুলের নেতৃত্বে গঠিত একটি বিজ্ঞান সমিতি সর্বপ্রথম বিশ্বব্যাপি একটি আন্তর্জাতিক রসায়ন সংস্থার প্রয়োজনীয়তা অনুভব করেন। এই সমিতি প্রথম জৈব যৌগ] র্শীর্ষক একটি সম্মেলনের আয়োজন করেন। এই সম্মেলনে  সমগ্র বিশ্বব্যাপী আন্তর্জাতিক মান সম্পন্ন একটি  রসায়ন সংস্থা প্রতিষ্ঠা করার কথা সবচেয়ে বেশি আলোচিত হয়।

তারপর ১৯১৯ সালে মূলত আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করে আই.ইউ.পিএ.সি। সূত্র।
Talk Doctor Online in Bissoy App
Call

IUPAC=International Union Of Pure And Applied Chemistry. আন্তর্জাতিক বিশুদ্ধ ও ফলিত রসায়ন সংস্থা সংক্ষেপে-আই.ইউ.পিএ.সি, IUPAC) হল একটি আন্তর্জাতিকযেটি বিভিন্ন দেশের রসায়ন সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার সমন্বয়ে পরিচালিত হয়ে থাকে। সুইজারল্যান্ডের রাজধানী জুরিখে এর সদরদপ্তর অবস্থিত। এছাড়াও যুক্তরাষ্ট্রের উত্তর ক্যারোলিনায় এর প্রশাসনিক কার্যালয় রযেছে।

Talk Doctor Online in Bissoy App