আপনি যদি MR বা অপারেশন করান সেক্ষেত্রে পরবর্তীতে গর্ভ ধারনে একটু সমস্যা হবে। আর সেটা ঠিক হয়ে আসতে ও ছয় মাস থেকে দুই বছর পর্যন্ত লাগতে পারে। অর্থাৎ ছয় মাসের আগে সে পুনরায় গর্ভ ধারণ নাও করতে পারে। আর মেডিসিন দিয়ে যদি এবর্সন করান তাহলে ও সমস্যা হবে। যেমন- অতিরিক্ত রক্তস্রাব, অনিয়মিত মাসিক, মাসিকের সময় তলপেট ব্যথা, খাদ্যে অরুচি এবং গর্ভধারণে বিলম্ব। তবে সবার ক্ষেত্রে এই সমস্যা গুলো নাও হতে পারে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ