আমার computer এর screen full hd না এর কারন কি? আমি এখন screen hd করব কি ভাবে?
Share with your friends
Call


আপনি যদি উইন্ডোজ সেভেন ব্যবহার করেন তাহলে আপনি ডেস্কটপের খালি জায়গা অর্থাৎ যেখানে কোনো শর্টকাট আইকন নেই বা কোন ফাইল নেই সেইখানে মাউস পয়েন্টারটি রাখুন।  এখন মাউসের ডান বাটন অর্থাৎ রাইট বাটনটি চাপুন। এখন যে ছোট উইন্ডো টা এসেছে তার নিচের দিকে দেখুন লেখা আছে Screen resolution.  এই Screen resolution এ ক্লিক করলেই আসল উইন্ডোটা চলে আসবে। এখানে দেখুন 1024★768 থেকে 2048★1536 পর্যন্ত Resolution রয়েছে। তবে আপনার এখানে কম বেশিও হতে পারে।  আপনি এখান থেকে আপনার পছন্দ অনুযায়ী বেশি resolution বাছাই করে apply তে ক্লিক করুন। এটা ভাল না অন্য আরেকটা দিন।  যেটা ভাল লাগবেসেটাই রাখুন। তবে যেটা আপনার মনিটর সাপোর্ট করবেনা সেটা যদি এপ্লাই করেন তা হলে কয়েক সেকেন্ড আপনার মনিটরের পর্দা কালো হয়ে থাকার পর আগের অবস্থায় ফিরে আসবে। ফিরে আসলেআরেকটু কম মানের আরেকটা এপ্লাই করুন। এভাবেই আপনি আপনার পছন্দ মতো রেজুলেশন নিতে পারেন। 

Talk Doctor Online in Bissoy App