Share with your friends

কোষ:জীব দেহের গঠন ও কার্যকরী একককে কোষ বলে।মানব দেহ অসংখ্য কোষ দ্বারা গঠিত।তেমনি এককোষী প্রাণী হল অ্যামিবা। এসিড:এসিড হলো ঐ সকল রাসায়নিক পদার্থ যাদের মধ্যে এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু থাকে এবং যারা পানিতে H+ উৎপন্ন করে| ক্ষার:যে সমস্ত ক্ষারক পানিতে দ্রবীভূত হয় তাদেরকে ক্ষার বলে।আর ক্ষারক হল সেই রাসায়নিক বস্তু যাদের মধ্যে অক্সিজেন ও হাইড্রোজেন পরমাণু থাকে এবং যারা পানিতে হাইড্রোক্সিল আয়ন(OH-) তৈরি করে।

Talk Doctor Online in Bissoy App
Call

এসিড:-

যে যৌগের অনুতে প্রতিস্থাপনীয় হাইড্রোজেন থাকে এবং ঐ

হাইড্রোজেন কে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ধাতু বা ধাতুর ন্যায়

ক্রিয়শীল মূলক দ্বারা আংশিক বা পূর্ণভাবে প্রতিস্থাপিত করে

লবন তৈরি করে কাকে এসিড বলে।

যেমন:-

HCl ( হাইড্রোক্লোরিক এসিড)

H2SO4 (সালফিউরিক এসিড)

HNO3 (নাইট্রিক এসিড)

ইত্যাদি।

ক্ষারঃ-

পানিতে অতিমাত্রায় দ্রবণীয় ধাতব Hydro oxide কে 

অ্যালকালি বা ক্ষার বলে।

অন্যকথায়;

যে সকল যৌগ পানিতে দ্রবীভূত হয়ে প্রায় সম্পুর্ন বিয়োজিত

হয়র প্রচুর Hydro Oxides আয়ন তৈরি করে তাদেরকে

অ্যালকালি বা ক্ষার বলে।

যেমন:-

NaOH (Sodium Hydroxide)

CaO (Calcium oxide)

Ca(OH)2 (Calcium Hydroxide)

Etc.

কোষ (ইংরেজি : Cell) হল সকল জীবের গাঠনিক এবং কার্যকরি একক। এটি জীবের ক্ষুদ্রতম একক জীবিত একক, অর্থাৎ একটি কোষকে পৃথকভাবে জীবিত বলা যেতে পারে। এজন্যই একে জীবের নির্মাণ একক নামে আখ্যায়িত করা হয়।

[১] ) ব্যাক্টেরিয়া এবং এ ধরনের কিছু জীব এককোষী। কিনতু মানুষ সহ পৃথিবীর অধিকাংশ জীবই বহুকোষী। (মানব দেহে প্রায় ৩৭ ট্রিলিয়ন কোষ রয়েছে [২] ; একটি কোষের আদর্শ আকার হচ্ছে ১০ মাইক্রোমিটার এবং ভর হচ্ছে ১ ন্যানোগ্রাম)। জানামতে বৃহত্তম কোষ হচ্ছে উটপাখির ডিম। চূড়ান্ত কোষ তত্ত্ব আবিষ্কৃত হওয়ার পূর্বে ১৮৩৭ সালে চেক বিজ্ঞানী Jan Evangelista Purkyňe অণুবীক্ষণ যন্ত্র দিয়ে উদ্ভিদ কোষ পর্যবেক্ষণ করতে গিয়ে ছোট ছোট দানা লক্ষ্য করেন।

১৮৩৯ সালে বিজ্ঞানী Matthias Jakob Schleiden এবং Theodor Schwann কোষ তত্ত্ব আবিষ্কার করেন এবং তাদের তত্ত্বে বলা হয়, সকল জীবিত বস্তুই এক বা একাধিক কোষ দ্বারা গঠিত এবং সব কোষই পূর্বে অস্তিত্বশীল অন্য কোন কোষ থেকে উৎপত্তি লাভ করে। জীবের মৌলিক গুরুত্বপূর্ণ সব ক্রিয়াই কোষের অভ্যন্তরে সংঘটিত হয়। সকল কোষের মধ্যে কার্যক্রিয়া সম্পাদনের জন্য প্রয়োজনীয় বংশগতীয় তথ্য এবং পরবর্তী বংশধরে স্থানান্তরের জন্য প্রয়োজনীয় তথ্য সংরক্ষিত থাকে।

তথ্যঃ উইকিপিডিয়া

Talk Doctor Online in Bissoy App

কোষ- জীব দেহের গাঠনিক ও কার্জিক একককে কোষ বা cell বলে।।

acid- যে সকল পদর্থের প্রোটন (H+) দান করার ক্ষমতা আছে তাকে এসিড বলে।। 

ক্ষার- যে সকল পদার্থ হাইড্রোজেন আয়ন বা প্রোটন গ্রহণ করতে সক্ষম তাদেরকে base বা ক্ষার বলে।।

Talk Doctor Online in Bissoy App