Snapdragon vs Mediatek

  

প্রসেসর নিয়ে কনফিউশনে থাকলে পোষ্ট টি পড়তে পারেন...

সাধারণত মোবাইল এ স্ন্যাপড্রাগন ও মিডিয়াটেক এর প্রসেসর ব্যবহৃত হয়।

আসলে স্ন্যাপড্রাগন ও মিডিয়াটেক যেটা তৈরি ওটা হল SOC (System On Chip)

SOC এর মধ্যে CPU, GPU, MODEM etc  থাকে। 

এখন, SOC সম্পর্কে বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হলঃ

1)স্ন্যাপড্রাগন 

স্ন্যাপড্রাগন চিপসেট  Qualcomm (আমেরিকান) কোম্পানি দ্বারা উত্পাদিত হয়।

 স্ন্যাপড্রাগন চিপসেট  SOC এ একটি সিপিইউ, জিপিইউ (অ্যাড্রিনো গ্রাফিক্স), ইমেজ প্রসেসর, মিডিয়া প্রসেসর, ডিএসপি (ডিজিটাল সংকেত প্রসেসর), সেলুলার মডেম ইউনিট, ওয়াইফাই মডিউল, রেডিও মডিউল, জিপিএস মডিউল ইত্যাদি থাকে। এই সকল মডিউল এবং প্রসেসর এর কারনে  তাদের চিপ ব্যয়বহুল হয়।

  

 ব্যাটারি লাইফ: 

 স্ন্যাপড্রাগন চিপসেট অন্যান্য সব  চিপসেট এর তুলনায় দক্ষতা পরিপ্রেক্ষিতে সবচেয়ে ভাল ব্যাটারি লাইফ দেয়।

 

কর্মক্ষমতা:

 স্ন্যাপড্রাগন চিপসেট সবচেয়ে ভাল পারফরমেন্স প্রদান করে। মাল্টি টাস্কিং, গেমিং, ভারী এবং নিবিড় কর্ম পরিচালনার ক্ষেত্রে এটি বেশ কার্যকারী।

 

তাপীকরণ সমস্যা:

 স্ন্যাপড্রাগন প্রসেসর সাধারণত (স্ন্যাপড্রাগন 810 চিপসেট ব্যতীত ) মিডিয়াটেক তুলনায় অনেক কম তাপ উৎপন্ন করে।

 

গ্রাফিক্স:

 গ্রাফিক্স এ তারা তাদের নিজস্ব গ্রাফিক্স অ্যাড্রিনো গ্রাফিক্স ব্যাবহার করে। এখানে CPU ও GPU দুটো সবচেয়ে ভাল দক্ষতা প্রদান করে।

এছাড়া স্ন্যাপড্রাগন SOC নিয়ে অনেক গবেষণা করে।

2)মিডিয়াটেক

 

এটা একটি তাইওয়ানীয় কোম্পানী। এরা চার কোর,আট কোর, দশ কোর এর মত প্রসেসর তৈরি করে। 

  

 ব্যাটারি লাইফ:

 মিডিয়াটেক চিপসেট  পারফরমেন্স আনুযায়ী অনেক বেশি ব্যাটারি ব্যবহার করে। বেশি কোর ব্যবহার এর কারনে ব্যাটারি লাইফ এর দিক থেকে এটি অনেক পিছিয়ে।

 কর্মক্ষমতা:

 পারফরমেন্স এ তাদের প্রসেসর খুব ভাল। অতিরিক্ত কোরের কারণে মিডিয়াটেক প্রসেসর নিবিড় এবং ভারী কাজগুলো করতে সক্ষম এবং তারা মাল্টি এ খুব ভাল। পর্যাপ্ত র‍্যাম থাকলে এর কোর গুল সর্বোচ্চ দক্ষতা প্রদান করতে পারে।

 তাপীকরণ সমস্যাঃ

 এর সবচেয়ে বড় সমস্যা হল এটি অনেক গরম হয়। অধিক কোর এর কারণে অধিক তাপ উৎপাদিত হয়।

 

গ্রাফিক্সঃ

 মিডিয়াটেক মালি গ্রাফিক্স বাবহার করে। যা তৃতীয় পক্ষের গ্রাফিক্স,  যার ফলে CPU ও GPU আলাদা হয় ও এর পারফরমেন্স সব সময় মিলে না। যার ফলে এর গ্রাফিক্স পারফরমেন্স তেমন ভাল না।

এছাড়া মিডিয়াটেক কোন গবেষণা করে না, এরা শুধু সব অংশ কিনে SOC তৈরি করে বিক্রি করে।

Overall সব কিছু বিবেচনা করে বলা যে, দাম বেশি হলেও স্ন্যাপড্রাগন চিপসেট সবচেয়ে ভাল।

by Mehedi Hasan

Talk Doctor Online in Bissoy App