আমার একটি চায়না Symphony150 মোবাইলে একটি অফসন দেওয়া আছে যেটা ইবুক রিডার নামে পরিচিত। কিন্তু এটা তে আমি কিছুই করতে পারছিনা , আমি জানতে চাই. যে এর কাজ কি এবং এটা দিয়ে আমি কি কি করতে পারব বা এ থেকে আমি কি উপকার পাব ? দয়া করে সমপুর্ণ টি বুঝিয়ে বলবেন তাতে খুশি হব ??
Share with your friends
Junait

Call

ইবুক রিডার দিয়ে আপনি ইন্টারনেট থেকে

ডাউনলোড করা PDF ফাইল পড়তে পারবেন।

.

ধরুন, আপনি ইন্টারনেট থেকে কিছু বই ডাউনলোড

করলেন এখন বইটি পড়তে হলে আপনাকে 

Ebook reader /addope reader/PDF reader

এর সাহায্য নিতে হবে। 

এক কথায়.....  pdf ফরমেট কে ব্যাবহার করার 

কাজের জন্যই উক্ত সফটওয়্যার  টি ব্যাবহার করা

হয়। 

Talk Doctor Online in Bissoy App

আপনি ঐ অপশন দিয়ে .txt ফাইল পরে পারবেন । আপনার মেমরিকার্ডে যদি কোনো .txt ফাইল থাকা তাহল আপনি E-book Reaer এর মাধ্যমে ঐ .txt ফাইলটি অপেন করে পরতে পারবেন । তাছাড়া এর আর কোনো কাজ নেই । সাধারণত যে ফোনে Ebook Reader বা Ebook অপশন থাকে সে ফোনে .txt ফাইল সরাসরি মেমরি থেকে অপেন করে পড়া যায় ।

Talk Doctor Online in Bissoy App