MDRAKIBJONI

Call

হে ক্ষতি হবে না তবে উপকার হবে তার জন্য আপনি প্রথমে ভালো কোন ফেসওয়াস দিয়ে প্রথমে মুখ ধোয়ে নিবেন তার পর এই পেস্ট মূখে 20 মিনিট বা তার কম সময় রাখুন তার পর হালকা গরম পানি যেটা আপনার গালের ত্বকে কুলাবে তবে চোক্ষ বন্ধ রাখবেন তার পর মূখ মুছে ফেলুন এখন যেই ক্রিম টা ব্যবহার করেন সেটা ব্যবহার করুন

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

মধু, লেবুর রস, চালে গুড়া দিয়ে পেষ্ট তৈরি করে মুখে লাগালে ব্রণ সমস্যা দূর হয় এবং মুখের কালো দাগ উঠাতে সাহায্য করে । আপনার মুখে যদি এ সমস্যা থাকে তাহলে ব্যবহার করতে পারেন । উপকার হবে ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

এই পেস্ট ব্যবহারে কোন ক্ষতি হবে না। আমি এক ডাক্তার এর কাছে জেনেছিলাম প্রতিদিন এই পেস্ট ব্যবহারে মুখের ত্বক উজ্জ্বল হবে। এবং কাল দাগ দূর করবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

পেষ্টটি মুখে লাগাতে পারেন। সকালে এক বার, রাতে এক বার। সাকালবেলা লাগিয়ে ১ঘন্টা পর তেল মুক্ত ফেইসওয়াস দিয়ে ধোয়ে পেলোন।লাগানো অবস্থায় রোদ্রে যাবেন না। এই পেস্টটি আপনার চেহারর উজ্জলতা বাড়াবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ