পুঁতি দিয়ে কিভাবে ব্যাগ (লেডিস) তৈরি করতে হয়? ছবি কিংবা ভিডিও এর টিউটোরিয়াল দিলে ভাল হয়।


শেয়ার করুন বন্ধুর সাথে

পুঁতি ২৫০ গ্রাম (ক্রিস্টাল), রক সুতা, কালো কাউ পুঁতি, কাঁচি, চেইন ১টা, কাপড় আধা গজ, সুই ১টা, কালো ছোট পুঁতি ১০০ গ্রাম যেভাবে বানাবেন প্রথমে রক সুতা দিয়ে ৬টি পাপড়ির ফুল তৈরি করে নিতে হবে। ফুলের ওপরের দিক দিয়ে আরও ৮টি পাপড়ি বানাতে হবে। পুঁতির ফুল বানাতে হবে ২৮টি, এবার রক সুতা দিয়ে ২৮টি ফুলকে জোড়া দিতে হবে। জোড়া দেয়ার পর ব্যাগের মতো তৈরি হবে। ভেতরে কাপড় দিয়ে ওপরে চেইন লাগাতে হবে। তৈরি হয়ে গেল পুঁতির ব্যাগ। ভিডিও টিউটোরিয়াল >> https://m.youtube.com/watch?v=IJZ6ysYbk0k https://m.youtube.com/watch?v=dbFhwL23n18

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ