সম্পূর্ণ উত্তর চাই ।
শেয়ার করুন বন্ধুর সাথে

বিশেষজ্ঞদের মতে বাংলাদেশ পৃথিবীর অন্যতম ভূমিকম্প বলয়ে অবস্থিত ।বাংলাদেশে ভূমিকম্প হয়ে থাকে টেকটনিক প্লেটের সংঘর্ষের কারণে ।ভূস্তরের ভূমিকম্প প্রবণ ইন্ডিয়ান প্লেট ও মায়ানমারের সাব প্লেটের মাঝখানে আছে বাংলাদেশ ।ভূ-তাত্ত্বিকগণের মতে আসাম হতে ঢাকা পর্যন্ত আছে লিনিয়ামোট ।এই লিনিয়ামোট পূব পশ্চিমে আসাম ভাউকি ডেঞ্জার ফল্টের সাথে সংযুক্ত ।এই ডেঞ্জার ফল্ট লাইনে অবস্থান করছে সিলেট জেলা ।১৯৮৯ সালে ফরাসি ইঞ্জিনিয়ারিং কনসোর্টিয়াম বাংলাদেশের ভূমিকম্প বলয় সম্বলিত মানচিত্র তৈরি করে ।এতে ৩টি বলয় দেখানো হয়েছে যথাঃ প্রলয়ঙ্কারী,বিপদজনক এবং লঘু ।এই বলয়সমূহকে সিসমিক রিস্ক জোন বলা হয় ।প্রথম বলয়ে বান্দরবান,চট্টগ্রাম,সিলেট,ময়মনসিংহ ও রংপুর ।দ্বিতীয় বলয়ে ঢাকা,টাঙ্গাইল,বগুড়া,দিনাজপুর,কুমিল্লা ও রাঙামাটি অবস্থান করছে এবং দেশের অন্যান্য অঞ্চল তৃতীয় বলয়ে অবস্থান করছে । এইজন্য বাংলাদেশ পৃথিবীর অন্যতম ভূমিকম্পের ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে তালিকায় রয়েছে ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ