Junait

Call

আবেদনপত্র লেখার সময় মার্জিন ব্যাবহার করুন।

শুধু পরীক্ষা নয় সরকারি - বেসরকারি সকল ক্ষেত্রে

মার্জিন ব্যাবহার করে আবেদন পত্র লিখা হয়।

শিক্ষা প্রতিষ্ঠানের আলোকে বলছি ------------------

শিক্ষা প্রতিষ্ঠানে সকল আবেদন পত্র লিখতে মার্জিন

ব্যাবহার করা হয় এবং নিয়ম কিন্তু ২০১৫ এর শেষের

দিকে মার্জিন ব্যাবহার না করে ছাত্র/ছাত্রীদের উপর

আরোপ করা হয়েছিল.... তথ্যটি আমাদের প্রধান

শিক্ষক (মাধ্যমিক এর) তিনি নিজে ট্রেনিং থেকে

জেনে এসে বলেছেন তবে সেটা কে গুরুত্ব দেওয়া

হয় নি SSC ২০১৬ তেই মার্জিন ব্যাবহার করে

পরীক্ষা হয়।

সব কিছু মিলিয়ে আপনাকে এটাই বলতে চাচ্ছি----

সকল ক্ষেত্রেই আবেদন পত্র লেখার জন্য মার্জিন

ব্যাবহার করুন। আর পরীক্ষার খাতায় কিভাবে

লেখবেন সেটাও মার্জিন ব্যাবহার করে,  তবে

আপনার শ্রেণী শিক্ষক/শিক্ষিকার যেটা বলবেন

সেটাই করুন...

আশা করি বুঝেছেন। ****     ধন্যবাদ      ****

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আসলে মার্জিনটা জরুরি নয়।জরুরি হচ্ছে কোনো লেখার আগে নির্দিষ্ট পরিমাণ ফাঁক রাখা।আর ফাঁক রাখলে বাম পাশে নাম্বার বা সিগনেচার দিতে সুবিধা হয় এবং খাতার সৌন্দর্য বৃদ্ধি করা যায়।আর না হলে লেখায় বৃশৃঙ্খলা দেখা দেয়।তবে মার্জিন না করতে চাইলে ১বা ২ ইঞ্চি ফাক রাখবেন বামপাশে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ