শেয়ার করুন বন্ধুর সাথে

মৌলিক রঙ মাত্র তিনটি। এই তিনটি রঙের যোগ বিয়োগ করলেই মূলত অন্য রংগুলো পাওয়া যায়। যেমন লাল রঙের আলোর ওপর সবুজ রঙের আলো ফেললে হলুদ রং তৈরি হবে। তেমনি সবুজ আর নীল মেশালে তৈরি হবে সায়ান। নীল আর লাল মেশালে হবে মেজেন্টা। আর লাল, নীল ও সবুজ তিন রংয়ের মিশ্রণ করলে তৈরি হবে সাদা রং। তেমনি সবুজ কিংবা নীলের সাথে লাল রং মেশালে কালো রং পাওয়া যায়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

গ্রাফিক্সের ক্ষেত্রে কালির মৈলিক রং 4টি যেমন: CMYK 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ