রুট করার পর এন্ড্রোয়েড ফোনে এডভান্স কাজ করার সময় অথবা ভুলবশত কোনো প্রয়োজনীয় সিস্টেম ফাইল ডিলিট হয়ে গেলে ফোন ব্রিক হতে পারে। আপনার ফোনে যদি কোনো কাস্টম রিকভারি (cwm or twrp) ইন্সটল করা থাকে এবং ফোন ব্রিক হওয়ার আগে যদি রমের ব্যাকআপ ফাইল নেওয়া থাকে তাহলে আপনি রিকভারি মুডে গিয়ে ব্যাকআপ ফাইলটি ইন্সটল করতে পারেন অথবা আপনার পছন্দ মত একটি কাস্টম রম ইন্সটল করে সমস্যার সমাধান করতে পারবেন। ফোনে কাস্টম রিকভারি ইন্সটলড না থাকলে কম্পিউটার ছাড়া সফটওয়্যার ফ্লাশ করা যায় না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ