Share with your friends
Junait

Call

Custom ROM: Custom Rom হচ্ছে স্টক রম Based এক প্রকারের Customize করা Rom. Custom Rom এ কোন কোন ধরনের কাস্টমাইজেশন, পরিবর্তন, বাড়তি সুবিধা থাকবে সেটা ডেভেলপারের উপর নির্ভর করে। Custom Rom এর উপকারিতাঃ (১) Updateঃ Stock ফার্মওয়্যারের চেয়ে Custom রমের আপডেট পাওয়া যায় অনেক তাড়াতাড়ি। যেহেতু অনেক Independent ডেভেলপাররা মিলে Custom Rom বানায়, তাই কয়েক সপ্তাহ পর পর নাইটলি বিল্ড রিলিজ করা হয়, যাতে নতুন Features যুক্ত করা হয়ে থাকে। (২) Performance : Custom রমে কোন প্রকারের অপ্রয়োজনীয় Application System App হিসেবে দেওয়া থাকে না। ফলে এটা Stock রমের তুলনায় অনেক দ্রুত হয়, Ramও অনেক কম খরচ হয়। তাছাড়া অনেক সময় রমের সাথে Custom Karnel দেওয়া থাকে, যেটা ডিভাইসকে আরও দ্রুত করতে সাহায্য করে। (৩) Android Version Upgrade: Custom Rom Developed করার অন্যতম প্রধান উদ্দেশ্য হচ্ছে Android Version আপগ্রেড করা। মানে, আপনি কাস্টম রমের মাধ্যমে Ice Crem Sandwich বা ICS থেকে Jelly Bean বা JB, অথবা Kitkat পর্যন্ত Upgrade করতে পারবেন। তবে এটা নির্ভর করে, আপনার ডিভাইসের জন্য কোন Developer Upgraded Rom Released বা প্রকাশ করেছে কিনা, তার উপর। (৪) Software Support বৃদ্ধিঃ কাস্টম রমে অনেক সময় বিভিন্ন অ্যাপের জন্য সাপোর্ট দেওয়া থাকে যা হয়তো আগে স্টক রমে ইন্সটল হত না।

Talk Doctor Online in Bissoy App
  • গুগল তথা অ্যান্ড্রয়েড ডিভাইস প্রস্তুতকারী প্রতিষ্ঠান কতৃক ব্যতীত অন্য যেসব রম ইন্টারনেট থেকে ডাউনলোড করে ব্যবহারকারীরা ব্যবহারের সুবিদা পেয়ে থাকেন, সেগুলোকে কাস্টম রম বলে। উল্লেখ্য যে, সাধারণত কোম্পানি কতৃক দেয়া রম থেকে কাস্টম রমে অনেক সুযোগ সুবিধা থাকে।
Talk Doctor Online in Bissoy App