Share with your friends

image

USB এর পূর্ণ রূপ Universal Serial Bus.আর কম্পিউটার/পিসিতে এই সংযোগ স্থাপন করে নির্দিষ্ট নেটওয়ার্ক ব্যবহারে ইন্টারনেট চালাতে যে যন্ত্র ব্যবহার করা হয় তাই USB Modem.

Talk Doctor Online in Bissoy App

USB মডেম এমন এক ধরনের ডিভাইস যা কম্পিউটারের সাথে ব্যবহার করে ইন্টারনেট কানেকশন পাওয়া যায়্ এটি দেখতে অনেক বড় আকৃতির পেন ড্রাইভের মত। এটি সহজেই বহনযোগ্য। আধুনিক যে কোন ল্যাপটপে বা ডেস্কটপ কম্পিউটারে এই মডেম ব্যবহার করে ইন্টারনেট কানেকশন পাওয়া যাবে।

Talk Doctor Online in Bissoy App