আমি কিন্তু দুই শিফটেই আবেদন করেছি । আচ্ছা পলিটেকিনিক্যলে আবেদনের ওয়েবসাইটে লেখা আছে If you admit in second shift, your first shift admission will cancel automatically. এটার মানে কি??? একটু বুঝিয়ে বলবেন প্লিজ………………
Share with your friends
Call

আপনি যদি ২য় শিফটে আবেদন করেন,তবে আপনার প্রথম শিফটের ভর্তি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে. অর্থাৎ ১ম শিফটের রেজাল্ট পাওয়ার পর যদি চান্স পান,বা ওয়েটিং লিস্টে থাকেন,কিন্তু যদি পুনরায় ২য় শিফটের জন্য আবেদন করেন তবে আপনার প্রথম শিফটের আবেদনের ফলাফল বাতিল করা হবে।

Talk Doctor Online in Bissoy App

আপনি যদি উভয় শিপটে চান্স পান।তাহলে যে শিপটে আপনি ভর্তির কাগজ জমা দিবেন সে শিপটে আপনার ভর্তি সম্পন্ন হবে। এবং অপর শিপটের ভর্তি স্বয়ংক্রিয় ভাবে বাতিল হবে।

Talk Doctor Online in Bissoy App