শেয়ার করুন বন্ধুর সাথে

অবশ্যই যাবে । 

এ নিয়ে কোনো নিষেধাজ্ঞা নেই । 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পর দোয়া করা : পবিত্র কোরআন ও হাদিস শরীফে শর্তহীনভাবে শুধু দোয়া করতে বলা হয়েছে। মানুষ যে কোন সময় ইচ্ছা করলেই, ফরজ নামাজের পর হোক বা নফল নামাজের পর হোক সে দোয়া করতে পারবে। একা হোক আর সম্মিলিতভাবে হোক। তবে কেউ কেউ প্রচলিত পাঁচ ওয়াক্ত নামাজের পর সম্মিলিতভাবে দোয়া করার ব্যাপারে হাদিস শরীফে উল্লেখ নাই এবং এটিকে সুন্নাতবিরোধী আমল তথা বিদআত মনে করেন ইহা সম্পূর্ণ ভুল ও মিথ্যা। কোরআন শরীফে সম্মিলিতভাবে দোয়া করার ব্যাপারে উল্লেখ নাই বিধায় এটি বিদআত হবে এমন ধারণাও সম্পূর্ণই ভুল ও পরিত্যাজ্য। এখন আমরা পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পর সম্মিলিতভাবে দোয়া করার ব্যাপারে হাদিস শরীফ অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করব। মহান আল্লাহপাক দোয়া করার বিষয়টি শর্তহীনভাবে বান্দার উপর ছেড়ে দিয়েছেন। তবে সম্মিলিতভাবে দোয়া করার আলাদা বরকত রয়েছে এবং তা কবুল হওয়ার সম্ভাবনাই বেশি। সুতরাং এটি একটি উত্তম পদ্ধতি হিসেবে গ্রহণ করা যায়। আর উত্তম পদ্ধতি সম্পর্কে হাদিস শরীফে নবীপাক (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, যে কেউ ইসলাম ধর্মে কোন উত্তম পদ্ধতি তৈরি করবে তার জন্য এর পুরস্কার রয়েছে এবং যারা উক্ত উত্তম পদ্ধতিটি চালু করবে তার জন্যও পুরষ্কার রয়েছে (মিশকাত)। উপরোক্ত হাদিস শরীফ দ্বারা প্রমাণিত হয় যে, ধর্মে কোন উত্তম পদ্ধতি প্রচলন করা দোষণীয় ব্যাপার নয় বরং এর জন্য হাদিস শরীফে পুরস্কারের ঘোষণা দেয়া হয়েছে। সুতরাং পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পর সম্মিলিতভাবে দোয়া করা হাদিস শরীফ অনুযায়ী ‘সুন্নতে হাসানা’ তথা উত্তম সুন্নত। যদি কেউ এর বিপরীত মত পোষণ করে তবে সে হাদিস শরীফে উল্লেখিত উত্তম পদ্ধতি প্রচলনে ব্যর্থ এবং ধর্মীয় জ্ঞানে অপরিপক্ব হিসেবে গণ্য হবে। তবে পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পর দোয়া করার ব্যাপারে হাদিস শরীফে এসেছে, হযরত আবু উমামা (রা.) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলেপাক (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-কে জিজ্ঞেস করা হলো হে আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)! কোন সময়ের দোয়া আল্লাহপাক কবুল করেন? রাসূলেপাক (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেন, রাতের শেষ ভাগে (তাহাজ্জুদের পর) ও পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পর দোয়া কবুল হয় (তিরমিজী শরীফ)। আলোচ্য হাদিস শরীফ দ্বারা প্রতীয়মান হয় যে, মহান আল্লাহপাকের নিকট প্রার্থনা পেশ করার নির্ধারিত সময় না থাকলেও এমন দুটি সময় রয়েছে যে সময়ে মহান আল্লাহ বান্দার দোয়া কবুল করে থাকেন। তবে আমরা সবসময় মহান আল্লাহপাকের নিকট দোয়া মোনাজাত করতে পারি।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ