AbdulHalim

Call

বাংলাতেশে কানাডার দূতাবাস রয়েছে,এটি গুলশানে অবস্থিত।কাছাড়া চট্টগ্রামের আগ্রাবাদ এবং সিলেটে ও দূতাবাস অফিস রয়েছে।এর যেকোনটিতে আপনি ভিসার জন্য আবেদন করতে পারেন।

ভিজিট ভিসার আবেদন করতেঃ 

আমরা নিজেরাই ওয়েবসাইট থেকে তথ্য জেনে আবেদন করতে পারি । আর কোনও কিছু জানার জন্য ভি এফ এস , কানাডা ভিসা আবেদন কেন্দ্র তো আছে ।
প্রথমেই আপনাকে ভিসার জন্য কি কি করতে হবে তা জানতে হবে সে জন্য আপনি নিচের ওয়েবসাইট এ গিয়ে তথ্য সংগ্রহ করবেন।

http://www.vfsglobal.ca/canada/bangladesh/application_process.html

তারপর আপনাকে কি কি ডকুমেন্ট জমা দিতে হবে তার একটা লিস্ট সংগ্রহ করেতে হবে এবং সব শেষে ফরম পুরুন করে কানাডা ভিসা আবেদন কেন্দ্র সশরীরে গিয়া জমা দিতে হবে। ফরম এবং লিস্ট পাবেন নিচের লিঙ্ক এঃ

http://www.canadainternational.gc.ca/singapore-singapour/visas/forms_temporary_resident_temporaire_formulaires.aspx

আপনার ভিসার রাই কানাডিয়ান হাই কমিশন সিঙ্গাপুর দিবে তাই তাদের দেওয়া লিস্ট মানতে হবে তা ছাড়া আবেদন জমা হবে না ।
বর্তমানে ভিসা ফি, ব্যাংক ফি, আবেদন কেন্দ্রের ফি সহ সর্বমোট ১৩২৮০.২০ টাকা লাগবে । আর বাইরে কোনও টাকা পয়সা লাগবে না । তাই লিস্ট অনুজায়ী ডকুমেন্ট সংগ্রহ করে এবং ফরম পুরুন করে আবেদন কেন্দ্রে জমা দেন ।

তবে কিছুদিন আগে থেকে কানাডা বাংলাদেশ সহ ৮টি দেশের নাগরিকদের ভিসা দেয়া বন্ধ রেখেছে।কিন্তু ঢাকা অফিস থেকে বলা হচ্ছে শুধু ঢাকার অফিসটিকে ভিসা বন্ধ চট্টগ্রাম ও সিলেট অফিস থেকে ভিসার আবেদন নিচ্ছে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ