শেয়ার করুন বন্ধুর সাথে

যে সকল বস্তুর আকর্ষণ ও দিক নির্দেশক ধর্ম রয়েছে তাদের চুম্বক পদার্থ বলে।বিভিন্ন প্রকার চুম্বক হলোঃ

চুম্বকের আকর্ষন ও বিকর্ষনী ধর্মকে এর চুম্বকত্ব বলে ।

চুম্বকের ধর্মঃ

চুম্বকের সমমেরু পরস্পরর্কে বিকর্ষণ করে এবং বিপরীতমেরু পরস্পরকে আকর্ষণ করে।

চুম্বুক সর্বদা উত্তর ও দক্ষিণমুখী হয়ে থাকে।

একটি দন্ডচুম্বককে যত টুকরাই করা হোক না কেন সর্বদা উত্তর মেরু ও দক্ষিণ মেরু সৃষ্টি করে।

অপরদিকে যে সকল পদার্থকে চুম্বক আকর্ষণ করে এবং যাদেরকে চুম্বকে পরিণত করা যায়, সে সকল পদার্থকে চৌম্বক পদার্থ বলে ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

চৌম্বকত্ব হলো পদার্থের এমন এক বৈশিষ্ট্য যা কোনো ধাতুকে আকর্ষন করে। আর যে সকল পদার্থের মধ্যে এই বৈশিষ্ট্য রয়েছে তাদের চুম্বক বলে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ