আমার মোবাইল Symphony W68 । মোবাইলে System Updates এইটা কি? আমার মোবাইলে OTA এবং OTG Support করে না । ওইটা দিয়ে কি হয়? ওইটা দিলে কি আমার মোবাইলে Speed হবে? এবং সব Ad জাতীয় Apps দূর হয়ে যাবে? System Update দিতে কত মেগাবাইট লাগতে পরে? এবং আমি কি ৩জি নেটওয়ার্কের মাধ্যমে আপডেট দিতে পারবো? বিস্তারিত জানতে চাই ।
Share with your friends

অটো Sytem Update কেই OTA ব লা হয়। এ অপশনটি About Phone এ থাকে। এর দ্বারা ফোন কোম্পানি ফোনটির জন্য নতুন কোনো OS update realese করলে তাতে update করা যায়।Speed নির্ভর করে প্রসেসর আর র‍্যামের উপর। তবে নতুন ওএস গুলোও ফোনের স্পিড বাড়াতে নতুন ফিচার নিয়ে আসে।Ad আপনার ইন্সটল ক রা এপের উপর নির্ভরশীল। ৩জি দিয়ে আপডেট দিতে পারবেন। আনুমানিক ৩০০এম্বি থেকে ১.৫ জিবি পর্যযন্ত লাগতে পারে।

Talk Doctor Online in Bissoy App

OTG কী এবং এর কাজ:: OTG শব্দের পূর্ণ রূপ হল “On The Go” । অর্থাৎ USB on the go অথবা OTG এর মানে হল আপনি আপনার ডিভাইসটিকে ইউএসবি হোস্ট হিসেবে ব্যবহার করে এর সাথে বিভিন্ন ইউএসবি ডিভাইস সংযুক্ত করতে পারবেন। এই ক্যাবল দিয়ে আপনি কি কি সুবিধা পাবেন তা দেখাতে চেষ্টা করব। প্রথমেই চলুন দেখে নেই ক্যাবলটি: এই ক্যাবলটি দিয়ে আপনি আপনার এন্ড্রয়েড এ আলাদা স্টোরেজ, হার্ড ড্রাইভ, কি-বোর্ড, মাউস, প্রিন্টার সহ আরো নানা ধরনের ডিভাইস সংযুক্ত করতে পারবেন। এই OTG ক্যাবল সর্ব প্রথম Blackberry ডিভাইসে ব্যবহার করা হত তবে সেটি শুধুমাত্র একটি ডিভাইস থেকে অন্য ডিভাইসে ডাটা ট্রান্সফার করার জন্য কিন্তু বর্ত্তমানে জনপ্রিয় এন্ড্রয়েড এর ভার্সন ৩.১ থেকে এর ব্যবহার শুরু হয়েছে ইতিমধ্যে প্রায় সমস্ত ফোন কোম্পানি এই সুবিধা দিয়ে নতুন ফোন বাজারে আনছে তবে পুরাতন ফোনে যদি হার্ডওয়ার এর মান ভাল হয় তবে রুট করে ডিভাইস এ OTG চালানো সম্ভব। আপনার যদি OTG সাপোর্টেড ডিভাইসের থাকে তবে আপনি অনেক কাজ পিসি ছাড়াই করতে পারবেন OTG সাপোর্ট থাকার কারণে আপনি পিসি ছাড়াই আপনার ক্যামেরার ফটোগুলো খুব সহজে প্রিন্টারে পাঠানো যাবে, এছাড়া কী-বোর্ড সহ অন্যান্য ইউএসবি স্টিক এখন খুব সহজেই স্মার্টফোনের সাথে যুক্ত করা যায়। এবার চলুন OTG দিয়ে আপনি কি কি কাজ করতে পারবেন জেনে নিই- হার্ডওয়্যার এর উপর ভিত্তি করে OTG এর বিভিন্ন ব্যবহার রয়েছে যেমন: স্মার্টফোন এবং ট্যাবলেটের ক্ষেত্রে OTG সাপোর্ট থাকলে আপনি আপনার ডিভাইসের সাথে কী- বোর্ড, মাউস, হার্ডড্রাইভ এবং ফ্ল্যাশ ড্রাইভ ইত্যাদি যুক্ত করতে পারবেন। আপনার ফোনেই আপনি ডিশ এবং টিভি দেখতে পারবেন। আপনি যদি আপনার স্মার্টফোন বা ট্যাবলেটের সাথে কোন প্রকার স্টোরেজ ডিভাইস যেমন হার্ডড্রাইভ বা ফ্ল্যাশড্রাইভ যুক্ত করতে চান তাও পারবেন। তবে এক্ষেত্রে আপনাকে কিছু অ্যাপ ব্যবহার করতে হবে, যেমন:-USB Host Controller.

Talk Doctor Online in Bissoy App