Call

ফোন যদি হ্যাং করে তবে তা দূর করার জন্য যা করতে পারেন: ১. ফোনের সেটিং অপশনে যান এবং সেখান থেকে মেমোরি কতখানি আছে তা দেখে নিতে পারেন। ভিডিও, ছবি ও অ্যাপ কতখানি মেমোরি দখল করেছে তা পরীক্ষা করে দেখুন। ২. অ্যাপ অপশন থেকে মেমোরি ব্যবহারের অপশনটি নির্বাচন করুন। ফোন বা এসডি কার্ডে অ্যাপস ঠিক কতখানি জায়গা নিয়েছে তার বিস্তারিত জানা যাবে। ৩. কোনো অ্যাপ যদি অপ্রয়োজনীয় হয়ে পড়ে, তা আনইনস্টল করে দিতে পারেন। এ ছাড়া অপ্রয়োজনীয় ছবি বা ভিডিও মুছে মেমোরি ফাঁকা করে দিলে ফোনের ‘হ্যাং’ সমস্যা দূর হবে।

Talk Doctor Online in Bissoy App
TarikAziz

Call

নাহ, এরকম কোনো ভালো অ্যাপ নেই, যেগুলি আছে সেগুলি আপনার মোবাইলকে আরও হ্যাঙ করতে সুবিধা করবে। তাই আপনি অ্যাপ দিয়ে মোবাইল হ্যাঙ করা না আটকিয়ে অন্য কয়েকটি উপায়ে আটকাতে পারেন। যেমন একটি----. সেটিং এ গিয়ে apps এ যান, তারপর clear data and clear cache করে দিন, বেশি অ্যাপ ইনস্টল করে রাখবেন না, আর background app limited করে দিন( devoloper option - এটি পাবেন), তাহলেই আপনার মোবাইল হ্যাঙ থেকে অনেকটাই বেচে যাবে।

Talk Doctor Online in Bissoy App