Call

আপনি ব্যাংক হতে টাকা নিলে নির্দিষ্ট সময় পর আপনাকে ব্যাংকে সুদ প্রদান করতে হবে,যা ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ। আপনি ব্যবসায়ের জন্য টাকা নিতে পারেন ব্যাংক হতে,তবে তা ইসলাম সমর্থন করে না। ইসলাম মুনাফা সমর্থন করে,সুদ নয়, কারন মুনাফা অনিশ্চিত আর সুদ নিশ্চিত। এখন আপনি এ ভেবে দেখুন কি করবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Unknown

Call

এটা আপনার জন্য একটা পরীক্ষা ভেবে নিন। নিরুপায় হয়েও সুদ দেয়া-নেয়া থেকে বিরত থাকলে অবশ্যই এর উপযুক্ত ফল আপনি পাবেন। সুদ সুদই, কোনো প্রেক্ষাপটেই এটি সমর্থনযোগ্য নয়। তবে আপনি ব্যাংকে না গিয়ে পরিচিত কারো কাছে যেতে পারেন, যে আপনাকে খুব ভালো করে চিনে। তার কাছ থেকে যদি এরকম শর্তে টাকা ধার নিতে পারেন যে, "এই টাকায় আমি যা লাভ করবো তার ২৫% তোমাকে দিবো, আবার লস হলে ২৫% কম নিতে হবে।" শর্তটা এপিক হলেও আপনার দোকানে লসের সম্ভাবনা না থাকলে অনেকেই এতে রাজি হবে। আর এটা ইসলামও সমর্থন করবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ