Call

৬ টি বড় বা বিশুদ্ধতম হাদিস গ্রন্থ রয়েছে। এগুলো হলঃ

  1. বুখারী শরীফ
  2. মুসলিম শরীফ
  3. জামে তিরমিযী
  4. সুনানে আবু দাঊদ
  5. সুনানে সাসায়ী
  6. সুনানে ইবনে মাজাহ্‌

অন্যান্য হাদিস গ্রন্থ সমূহ থেকে এই ছয়টিকে বিশুদ্ধতম বলে মনে করা হয়। এদের মধ্যে সর্বাপেক্ষা বিশুদ্ধ হল সহীহ্‌ বুখারী শরীফ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
avir

Call

কোরআন শরীফের পর মুসলিমদের হাদীস গ্রন্থ গুলো হচ্ছে ১ সহীহ বুখারী ২ সহীহ মুসলিম ৩ জামে আত তিরমিযী ৪ সুনানে আবু দাউদ ৫ সুনানে নাসায়ী ৬ সুনানে ইবনে মাযাহ বিস্তারিত : https://bn.m.wikipedia.org/wiki/হাদিস

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call


পবিত্র কোরআনের পর ছয়টি হাদিস গ্রন্থকে সহিহ/বিশুদ্ধ বলে অবহিত করা হয়। এছাড়াও রাসূল ﷺ এর অসংখ্য হাদিস গ্রন্থ রয়েছে। 


হাদিসে নববীর ৬ টি বিশুদ্ধ গ্রন্থ:

  1. সহিহ বুখারী
  2. সহিহ মুসলিম
  3. জামে আত-তিরমিযি
  4. সুনানে আবু দাউদ
  5. সুনানে নাসায়ি
  6. সুনানে ইবনে মাজাহ্‌

এ সকল বিশুদ্ধ হাদিস গ্রন্থ একসাথে পড়তে গুগল প্লে স্টোরের এই এপ্লিকেশনটি ব্যবহার করতে পারেন:বিশুদ্ধ ৬ টি হাদিস গ্রন্থ

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ