বেটনিলান ট্যাবলেট ১ টা করে রোজ ২ বার খাওয়ার পর খাবেন। তাহলে বরণ কমে যাবে। গর্ত কমার জন্য হোমিও বারবেরিস একো ডি থ্রি খাবেন তাহলে গর্ত কমে যাবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Manik Raj

Call

আপনি "Fair Turmeric Spot Cream" এট ৩টা উইজ করুণ ইনশাআল্লাহ আপনার সঠিক ফলাফল পেয়ে যাবেন|

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
avir

Call

১ মাসের মধ্যে মুখের বরন দাগ এবং গর্ত দূর করার জন্য আপনি melatrin ক্রীম টা ব্যবহার করতে পারেন ...এতে মুখের উজ্জলতা ও বাড়বে। আর সব সময় মুখ পরিষ্কার রাখুন কালো দাগ দূর করার জন্য, মুখে আলু এবং শসার রস দিয়ে মেসেজ করুন ১৫, ২০ মিনিট তারপর ধুয়ে পেলুন একমাসের মধ্যে দাগ ক্ষত, ব্রণঃ সব চলে যাবে ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

লেবু সাইট্রিক এসিদের খুব ভাল উৎস। সাইট্রাস এসিড স্কার সারাতে অনবদ্য। কয়েক গ্লাস লেবুর শরবত পান করলে তার সাইট্রিক উপাদান আপনার দেহের ভেতর থেকে মরা কোষ সারিয়ে ত্বকের রঙ হালকা করতে সাহায্য করে। একটি মাঝারি আকারের লেবুর রস সমপরিমাণ পানির সাথে মিশিয়ে মুখে ঘষুনএতে গর্তের দাগ হালকা হবে। সময়ের সাথে সাথে আপনি পাবেন দাগ মুক্ত ত্বক।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
TarikAziz

Call

আপনি রোজ রাতে ঘুমোনোর আগে, মুখে লেবুর রস তুলো দিয়ে ঘসে লাগিয়ে রাখতে পারেন এবং সকালে ঘুম থেকে ওঠার সময় আপনি কোনো ভালো একটি facewash দিয়ে মুখটা পরিষ্কার করে দেন। আপনার ব্রণ আস্তে আস্তে একেবারেই কমে যাবে, দাগ গুলিও মুছে যাবে। আমি রোজ করি। ( যদি দেখেন আপনার মুখ জ্বলছে লেবুর রস লাগানোর সময়, তাহলে লেবুর রসের সঙ্গে একটু মধু মিশিয়ে নেন, এতে আপনার মুখ জ্বলাটাও কমবে, আবার মুখ আরও ফর্সা হবে)

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ