শেয়ার করুন বন্ধুর সাথে

পিসি কম্পিউটার : ডেক্সের উপর রেখে কাজ করা হয় যে কম্পিউটারে তাকে ডেক্সটপ কম্পিউটার বলে। সাধারণত পারসোনাল এবং একটু ভারি কাজের জন্য ডেক্সটপ কম্পিউটার ব্যাবহার সুবিধাজনক। বড় স্ক্রিন এবং ব্যাবহার বান্ধব বলে প্রফেশনাল কাজে ডেক্সটপ কম্পিউটারের ব্যাবহার বেশি। ল্যাপটপ : ল্যাপ অর্থ কোল, আর টপ অর্থ উপর। অর্থাৎ কোলের উপর রেখে কাজ করার জন্য যে কম্পিউটার তৈরি করা হয়েছে তাই ল্যাপটপ কম্পিউটার। ল্যাপটপ মাঝারি সাইজের একটি বইয়ের আকারের মতো হয়ে থাকে এবং ডিজাইনটিও এমনভাবে করা হয় যে কাজ শেষে ভাজ করে ব্যাগে পুরে ফেলা যায়। একটি পরিপূর্ণ কম্পিউটারের সব সুবিধাই ল্যাপটপ কম্পিউটারে থাকে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ