h i b ভাইরাস রোগের লক্ষন সমূহ
Share with your friends

HIV কি? এটি একটি ভাইরাসের নাম, যার পূর্ণাংগ রূপ হলো Human immunodeficiency virus। AIDS কি? HIV ভাইরাসের সংক্রমনের ফলে যে রোগ সৃষ্টি হয়, তাকে বলা হয় AIDS। AIDS এর লক্ষণ কি? AIDS এর নিজস্ব কোন লক্ষণ নেই। এটি শুধুমাত্র শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কে দূর্বল করে বসে থাকে। ফলে আক্রান্ত ব্যক্তি এই জীবানুপূর্ণ পৃথিবীতে সম্পূর্ণ অরক্ষিত হয়ে পরে। এই সময়ে সমস্ত সাধারণ জীবানু দ্বারাও সে আক্রান্ত ও কাবু হয়ে পরে, অথচ সাধারণ অবস্থায় যেসব জীবানুর সঙ্গে যুদ্ধ করা তার জন্য কোন ব্যপার ই ছিলোনা। এই ধরণের জীবানুর আক্রমন কে বলা হয় opportunistic infections বা সুযোগ-সন্ধানী আক্রমন (যেহেতু রোগীর রোগ-প্রতিরোধ ক্ষমতা দূর্বল, এই সুযোগে সে আক্রমন করেছে)। opportunistic infections এর কারণে যেসব লক্ষণ দেখা যায়, তা হলো- ০১. ঠান্ডা লাগা ০২. সপ্তাহব্যপী ১০০ ডিগ্রী এর উপরে জ্বর থাকা ০৩. রাতের বেলা ঘাম হওয়া ০৪. লিম্ফ গ্ল্যান্ড ফুলে যাওয়া ০৫. ওজন কমতে থাকা ০৬. মাংস পেষীতে ব্যথা ০৭. জয়েন্ট এ ব্যথা ০৮. সার্বক্ষনিক দূর্বলতা বোধ করা ০৯. ক্রমাগত ডায়রিয়া থাকা ১০. মুখে ও জীহবায় সাদা ঘা থাকা আস্তে আস্তে আরো ভয়াবহ রোগ ও তার শরীরে বাসা বাধতে থাকে যেমন- মেনিঞ্জাইটিস, যক্ষা, ক্যানসার, নিওমোনিয়া, সাইটোমেগালো ও হার্পিস ভাইরাসের আক্রমন ইত্যাদি।

Talk Doctor Online in Bissoy App