JAShakil

Call

ডলার হচ্ছে একটা Currency । অর্থাৎ বাংলাদেশে অর্থকে টাকা বলা হয় কিন্তু US এ বলা হয় ডলার । তবে সব currency র মান সমান নয় । আর Gmail দিয়ে ডলার ব্যবহার করা যায়না । আপনার দ্বিতীয় প্রশ্নটি ভূল ।

Talk Doctor Online in Bissoy App

Call

ডলার হলো মুদ্রা। মার্কিন ডলার(মুদ্রা প্রতীক: $; ব্যাংক কোড: USD) হল মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারী মুদ্রার নাম। এর কাগুজে নোটের নকশা অনুযায়ী এক 'গ্রীন বাক' হিসেবেও অভিহিত করা হয়ে থাকে। এর সাংকেতিক চিহ্ন $, তবে অন্যান্য দেশের ডলার নামক মুদ্রা থেকে আলাদা করার জন্য একে US$ও লেখা হয়। এর এ শতাংশের নাম সেন্ট। সুতরাং ১ ডলার ১০০ সেন্ট এর সমতূল্য। বাংলা টাকায় ০.৮৭ পয়সা সমান ১ সেন্ট। আমার জানা মতে, ডলার Gmail দিয়ে ইনকাম নেই।

Talk Doctor Online in Bissoy App