Noroot Firewall সফটওয়্যারের কাজটা কি? কিভাবে ব্যাকগ্রাউন্ড ডাটা বন্ধ করব?
Share with your friends
Call

আপনি যে যে App কে ইন্টারনেটের ব্যবহারে অনুমতি দিতে চান না,তাকে ক্রস চিহ্ন দিয়ে রাখুন।যখন দেখবেন আপনার মোবাইলে অযথা মেগাবাইট কাটছে,তখন আপনি সব app কে যথাক্রমে ক্রস দিবেন।যখন দেখবেন আর মেগাবাইট কাটছে না,তখন আবার টিক চিহ্ন দিয়ে দিন।কিন্তু যে App তা তে ক্রস দেওয়ায় মেগা কাটা বন্ধ হয়েছে,মনে করবেন সেই App টাই মেগা কাটছিল।সেটা ক্রস দিয়ে রাখবেন।মেগা কিভাবে কাটছে এটা দেখার জন্য Internet speed meter use করতে পারেন।

Talk Doctor Online in Bissoy App
JAShakil

Call

No root Firewall এর কাজ হচ্ছে ভিপিএন সার্ভিসের মাধ্যমে ফোনের যেকোনো অ্যাপের অটো ইন্টারনেট এক্সেস বন্ধ করা । আপনি যদি এই অ্যাপ দিয়ে ব্যাকগ্রাউন্ড ডাটা ব্লক করতে চান তাহলে তা পারবেন না । কারণ তা করতে চাইলে সকল অ্যাপ Blacklist এ রাখতে হবে । ফলে কোনো অ্যাপই কাজ করবেনা । ব্যাকগ্রাউন্ড ডাটা ব্লক করতে Settings থেকে Data Usage এ যান এবং অপশন থেকে Restrict Backgroud data তে টিক দিন ।

Talk Doctor Online in Bissoy App