DPS বলতে কি বুজায়,এক্টু বুজিয়ে বলবেন প্লিজ
Share with your friends

Call

DPS এর পূর্ণরূপ Deposit Premium Scheme. DPS এমন একটি সুবিধা যেখানে আপনি প্রতিমাসে কিছু পরিমান করে টাকা জমা দিতে পারবেন একটি নির্দিষ্ট সময়ের জন্য (যেমন: ৫/১০/১৫ বছর ইত্যাদি) এবং ওই নির্দিষ্ট সময় পরে ব্যাংক আপনাকে লাভ সহ আপনার জমাকৃত পূর্ণ টাকা ফেরত দিবে। যেমন: আপনি প্রতিমাসে ১০০০ টাকা করে জমা দিলে ১ বছরে জমা হবে ১২,০০০ টাকা। এটি ৫ বছরের জন্য জমা করলে আপনার জমা হবে ৬০,০০০ টাকা। কিন্তু ৫ বছর পরে ব্যাংক আপনাকে ১ লক্ষ বা তার কিছু বেশি টাকা ফেরত দিবে। এটিই DPS সিস্টেম। ব্যাংক ভেদে DPS এর লাভের পরিমান ভিন্ন ভিন্ন। তাই কোন ব্যাংকে DPS করার আগে কয়েকটি ব্যাংকে বিস্তারিত খোঁজ নিয়ে তারপর করা উচিত।

Talk Doctor Online in Bissoy App