পক্স হচ্ছে বসন্ত রোগ।এটি ভ্যারিসেলা নামক ভাইরাস দিয়ে হয়।এখন যেটা হয় সেটা হচ্ছে জল বসন্ত।এটি একটি ছোঁয়াচে রোগ। এই রোগ শীত কালের শেষে ও বসন্ত কালে বেশি হয়।এই রোগের আবির্ভাব হলে তা অনেক সময় epidemic আকারে দেখা দেয়।এটি মারাত্মক নয় বটে তবে এটি যে খুব কষ্ট দায়ক। এটা হওয়ার পরে কোন নির্দিষ্ট চিকিৎসা নেই।তবে এর ভ্যাক্সিন পাওয়া যায়। কারো জীবনে একবার হলে আর কোনদিন হবে না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ