শেয়ার করুন বন্ধুর সাথে
AbdulHalim

Call

ইসলামের দৃষ্টিতে জিহাদের চারটি প্রকার রয়েছে।যথা (১) নফসের সাথে জিহাদ, (২) শয়তানের সাথে জিহাদ, (৩) কাফের ও মুনাফেকদের সাথে জিহাদ এবং (৪) জালেম, গুনাহগার ও বিদআতীদের সাথে জিহাদ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

১। স্বীয় নফসের ( প্রবৃত্তির) সাথে জিহাদ করা। যেমন হযরত মুহাম্মদ (স.) বলেছেন-- প্রকৃত মুজাহিদ সে ব্যাক্তি, যে আল্লাহর আনুগত্য করার ব্যাপারে নিজের নফসের ( কুপ্রবৃত্তির) সাথে জিহাদ কর।---- মুসনাদে আহমাদ. ২। জ্ঞানের সাহায্যে জিহাদ করা। আল্লাহ তায়ালা বলেন-- আপনি কাফিরদের আনুগত্য করবেন না এবং আপনি কুরানের ( জ্ঞানের) সাহায্যে তাদের সাথে প্রবল জিহাদ চালিয়ে যান। সূরা--- আল-ফুরকান, আয়াত ৫২। ৩। ইসলামের শত্রুর বিরুদ্ব্দে যুদ্ধ করা। এটি হলো জিহাদের শর্বোচ্চ স্তর। কেউ ধর্মদ্রোহী হয়ে ইসলামের বিরু্দ্দ্বে আঘাত হানলে তার বিরু্দ্দ্বে যুদ্ধ করা।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ