ব্যাটারি পুরাতন হয়ে গেলে সাধারনত এরকম হয়। আপনার ফোনের ব্যাটারির বয়স যদি এক বছর হয়ে থাকে তাহলে ব্যাটারি পরিবর্তন করুন ঠিক হয়ে যাবে। আর ব্যাটারি নতুন হলে বা অন্য কোন সমস্যা না থাকলে নিম্নের লিংকের পদ্ধতি অনুসরন করুন। সমস্যাটি কমে যাবে। http://archive.prothom-alo.com/detail/date/2013-03-29/news/340414

Talk Doctor Online in Bissoy App

Call

মোবাইলের চার্জ ফুরিয়ে যাওয়া পিছনে বিভিন্ন কারণ আছে।এর মধ্যে রয়েছে ব্যাটারীর বৈশিষ্ট্য। বিস্তারিত জানতে এখানে দেখুন http://tech.priyo.com/tutorial/2015/1/31/27298a.html

Talk Doctor Online in Bissoy App
Call

ব্যাটারি দুর্বল না থাকলে ফোনে বেশিক্ষন চার্জ রাখতে নিচের পদ্ধতিগুলো অনুসরন করুনঃ → ডার্ক কালার ব্যাকগ্রাউন্ড ব্যাবহার করুন। আপনার ফোন যদি এমোলেড স্ক্রিন বিশিষ্ট হয় তবে এ পদ্ধতিটি কাজে দিবে কেননা এমোলেড স্ক্রিন শুধু রঙিন পিক্সেলগুলোকে আলোকিত করে। → অ্যাপ গুলোকেও সম্ভব হলে কালো করে রাখুন। (ইউজার ইন্টারফেস/স্কিন/থিম সেটিংস এর মাধ্যমে) → অটো ব্রাইটনেস থেকে দূরে থাকুন। যখন দরকার শুধুমাত্র তখন ব্রাইটনেস অ্যাডজাস্ট করুন। → ভাইব্রেশন বন্ধ করে রাখুন। তবে চলতি পথে ভাইব্রেশন বন্ধ করার আগে দুবার ভাবুন, কেননা ভাইব্রেশন বন্ধ করলে আপনি হয়ত কল/মেসেজের নোটিফিকেশন টের পাবেন না। → অরিজিনাল ব্যাটারি ব্যাবহার করুন। ডিসপ্লে লাইটের টাইমআউট কমিয়ে রাখুন। এতে প্রচুর চার্জ খরচ হয়। একটি রিপোর্টে দেখা যায় একজন ব্যবহারকারী দৈনিক ১৫০ বার তার ফোন ডিসপ্লে অন করেন। → প্রয়োজন না হলে মোবাইল ইন্টারনেট বন্ধ করে রাখুন। স্মার্ট ফিচার যেমন এয়ার জেশ্চার, স্মার্ট স্ক্রলিং বন্ধ করে রাখুন। শুধুমাত্র প্রয়োজন হলেই সেগুলো ব্যবহার করুন। → জিপিএস, এনএফসি, ওয়াই ফাই এবং ব্লুটুথ শুধু দরকার হলেই অন করুন। → যেসব উইজেড দরকার নেই বিশেষ করে যেগুলো নেটে কানেক্টেড হয়ে থাকে সেগুলো কম ব্যবহার করুন। আপডেটেড অ্যাপ ব্যবহার করুন কেননা, সাধারণত নতুন অ্যাপ অপটিমাইজ করা থাকে যাতে ব্যাটারি আরও কম খরচ হয়। → ফোনে ব্যাটারি সেভিং মুড ব্যবহার করুন। যদি সারাদিনে একবার ইমেইল চেক করেন তাহলে সব সময়ের জন্য ইমেইল ওপেন করে রাখার কোনো দরকার নেই। → গুগল প্লে স্টোর সেটিং পরিবর্তন করে ম্যানুয়াল আপডেট করে রাখুন। “ওকে গুগল” ভয়েস সার্চ অপশনটি খুব সুন্দর কিন্তু এটিও অনেক চার্জ নষ্ট করে। → ফোনে অ্যানিমেশন বন্ধ রাখুন। ফোনে লোকেশন সার্ভিস বন্ধ রাখুন।

Talk Doctor Online in Bissoy App

আমার ফোনেও এমন হয়।এটার সমাধান হল=১০০%চার্জ দিন,ব্যাবহার করে চার্জ ৯৯% করুন বা আরো কমান,এবার ফুল চার্জ দিন।খুব সহজ পদ্ধতি শুনতে জটিল লাগতে পারে

Talk Doctor Online in Bissoy App