MAH=Mili Ampere Hour....এটি ব্যাটির ধারণ ক্ষমতার পরিচয় বহন করে।যত এম এ এইচ এর ধারণ ক্ষমতা বেশি হবে তত ব্যাটারিতে বেশি চার্জ থাকবে।

Talk Doctor Online in Bissoy App
Call

ব্যাটারীর গায়ে চার্জিং এম্পিয়ার-হাওয়ার (Ah) বা মিলিএম্পিয়ার-হাওয়ার (mAh) রেটিং দেয়া থাকে। এটি আসলে চার্জিং/ডিসচার্জিং কারেন্ট এবং সময়ের গুণফল। এর দ্বারা বোঝা যায় যে একটি নির্দিষ্ট হারে কারেন্ট গ্রহণ বা ব্যয় করলে ব্যাটারীটি চার্জ বা ডিসচার্জ হতে কত সময় নিবে। এর দ্বারা একটি ব্যাটারীর ক্যাপাসিটি সম্পর্কে ধারণা লাভ করা যায়। 

উদাহরন্স্বরুপঃ

ব্যাটারীটি যদি ২০০০ মিলি এম্পিয়ার হয় এবং ঘন্টায় ১০০০ mah করে খরচ করে তবে সেটি ডিসচার্জ হতে দুই ঘন্টা লাগবে অর্থাৎ ১ ঘন্টা ব্যাক আপ দিবে, ১০০০ মিলি এম্পিয়ার করে ব্যয় করলে ২ ঘন্টা, ৫০০ মিলি এম্পিয়ারে কাজ করলে ৪ ঘন্টা......এভাবে।

Talk Doctor Online in Bissoy App