Share with your friends
MdPalash

Call

PFI এর এুটির জন্য নিম্নোক্ত সমস্যাগুলি দেখা যায়:-

ক) কম পাওয়ার ফ্যাক্টর এর কারনে কপার লজ বেশি হয়, ফলে ইকুইপমেন্টের কার্যদক্ষতা কমে যায়
খ) কম পাওয়ার ফ্যাক্টর এর কারনে একই লোডের জন্য জেনারেটর ও ট্রান্সফরমার বড় সাইজের দরকার হয়
গ) কম পাওয়ার ফ্যাক্টর এর কারনে জেনারেটর, ট্রান্সফরমার, ট্রান্সমিশন ও ডিস্ত্রিবিশন লাইনের ভোল্টেজ ড্রপ বেশি হয়, ফলে রেগুলেশনে সমস্যা হয়
ঘ) কম পাওয়ার ফ্যাক্টর এর জন্য জেনারেটিং স্টেশনের কর্মদক্ষতা কম হয়যার ফলে ট্রান্সমিশন লাইন ও ট্রান্সফরমার এর ক্যাবলের মধ্য অনেক বেশি কারেন্ট প্রবাহের ফলে ভোল্টেজের ঘাটতি হয় এবং সাইজ ও বাড়াতে হয়
ঙ) নিন্ম পাওয়ার ফ্যাক্টর এর কারনে প্রদত্ত লোডের জন্য স্থির ভোল্টেজ এ যে কারেন্ট প্রয়োজন হয় , তার চেয়ে বেশি কারেন্ট লাগে

Talk Doctor Online in Bissoy App