কম্পিউটার opareting system এ free dos মানে কি বা এর কাজ কি?
Share with your friends
Call

যে সকল ল্যাপটপে Windows দেয়া থাকে না, সেগুলিতে Free DOS নামে একটি DOS Operating System দেয়া থাকে। পরবর্তীতে আমরা Free DOS সরিয়ে নিজেদের পছন্দের Windows দিয়ে থাকি। এই Free DOS Operating System সহ ল্যাপটপের সাথে Free DOS এর একটি CD ও দেয়া থাকে। এটি দিয়ে আপনার কোন কাজ নাই। যদি কখ

Talk Doctor Online in Bissoy App

Call

DOS এর পূর্ণরূপ হল Disk Operating System. কম্পিউটারের প্রথম দিকে যখন GUI (Graphical User Interface) বেইসড অপারেটিং সিস্টেম (যেমন: উইন্ডোজ) আসেনি তখন এই DOS দিয়েই কম্পিউটারে সব কাজ করা হত। এখন যেমন উইন্ডোজে আমরা মাউসের সাহায্যে ক্লিক করে অধিকাংশ কাজ করতে পারি, তখন এমনটি ছিল না। তখন কম্পিউটারকে কোন কাজ করাতে হলে লিখে লিখে কমান্ড দিতে হত। এই লিখে কমান্ড দিয়ে কাজ করানোর যে অপারেটিং সিস্টেম, তাকে DOS বলে।

আর DOS এর একটি বেসিক ভার্সন, যা দিয়ে DOS এর কিছু কিছু কাজ করা যায়, সেটি বাজারে ফ্রি ছাড়া হয় Free DOS নামে।

বর্তমানে বাজারে ল্যাপটপে অরিজিনাল উইন্ডোজের পাশাপাশি Free DOS দেয়া ল্যাপটপও পাওয়া যায়, যাতে আমরা পরবর্তীতে নিজেদের পছন্দমত উইন্ডোজ দিতে পারি। 

Talk Doctor Online in Bissoy App