Naahid

Call

আপনার কি ঘুম ঠিকমত হচ্ছে? অনেক সময় ঠিকমত ঘুম না হলে মাথা ব্যাথা করে ভার ভার লাগে। তাছাড়া বেশি চিন্তা করলেও মাথা ধরে। যার কারণে মাথা ভারী ভারী লাগে। ভালো করে ঘুম দিন। তাছাড়া এখন শীতকাল আর এই শীতকালের একটা প্রধান রোগ হচ্ছে সর্দি , এর কারণেও অনেক সময় মাথা ব্যাথা করে, ভারী ভারী লাগে।  যদি এসব কোনো কারণই না হয় তবে ভাল হবে ডাক্তারের পরামর্শ নিন। আপনার  বর্তমান অবস্থা বলেননি তাই  এর বেশি কিছু বলতে পারলাম না।  অন্য কোনো রোগের কারণেও  মাথা ব্যাথা হতে পারে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
sagorcc

Call

++মাথা ব্যথা সাধারণত: মাথার পিছনে দুই দিকে ও ঘাড়ে অনুভূত হয়। ++মাথা ব্যথা সপ্তাহব্যাপী বা মাসব্যাপী স্থায়ী হয়। তবে ব্যথার তীব্রতা বিভিন্ন সময় বিভিন্ন রকমের হতে পারে। ++মাথা ব্যথা দিনের যে কোন সময় হতে পারে। ++মাথায় চাপ অনুভূত হয়। কিন্তু ব্যথার সাথে কখনো জ্বর থাকে না। চিকিত্সা: সাধারণত বেদনা নাশক প্যারাসিটামল, ভারগন বা নরজিন খেতে পারেন।।।।। তা ছাড়া চিকিৎসকের মতামত গ্রহন করতে পারেন।।।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আপনি হয়ত বেশি পাওয়ারের এলোপ্যাথি ওষঔ খাচ্ছেন।এর কারণেও মাথা মাথা ভার ভার লাগে।এজন্য আপনার দুধ আনেক উপকারে আসবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

Call
মাথা খুব ভার ভার ওজন লাগর কারন হলো আপনার মাথা ব্যাথার কারণে। আপনি মাথা ব্যাথা থেকে মুক্তি পেতেএখানে দেখুন
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

1.চিন্তা মুক্ত থাকুন, ২.অতিরিক্ত ঘুম বা কম হুম থেকে নিরত থাকুন, ৩,অতিরিক্ত শব্দযুক্ত স্থানে বেশিক্ষণ থাকবেন না, ৪.ডাক্তারের পরামর্শ নিয়ে চশমা ব্যবহার করুন, ৫.পড়া মাঝে ছোট ছোট গ্যাপ দিন, ৬.ভালো মানের ঠান্ডার তেল ইউজ করুন,

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আপনার হয়ত বা সর্দির সমস্যা থাকতে পারে..! এ কারণে মাথায় কফ জমার কারণে মাথা ভার ভার লাগে..! আপনি হোমিওপ্যাথিক ভালো কোন ডাক্তারের সাথে সাক্ষাতে আপনার সমস্যা বিস্তারিতভাবে শেয়ার করুন এবং তাঁর দেয়া প্রেসকিপ্সন ফলো করুন....!!! ধন্যবাদান্তে -- সুলতান আল কাফী...!!!!

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ