Call

সাধারনত ডায়াবেটিস বা বহুমূত্র রোগ হলে ঘন ঘন পেশাব হয় | এছাড়া মূত্র থলির ধারন ক্ষমতা কমে গেলে ও ঘন ঘন পেশাব হয় | আবার মূত্র থলিতে পাথর হলেও বার বার অল্প অল্প করে পেশাব হয়, পরিপূর্ন ভাবে হয়না | কিন্তু আপনার যেহেতু তলপেটের ডানদিকে ব্যাথা হয় কাজেই ভাল একজন নেফ্রলোজিস্ট এর তত্তাবধানে থেকে আপনার পরীক্ষা করে দেখা উচিৎ খানা হওয়া আপনার শরীরের জন্য খুবই ভালো।করণ এই মল এবং পস্রাব এর দ্বারা আপনার শরীরের অনেক জীবানু বের হয়ে যায়।আর যদি তা খুবই অতিরিক্ত হয় তাহলে ডাক্তারের শরনাপর্ন হন। অথবা হোমিও ডাক্তার পরামর্শ নিয়ে Contharis(ক্যান্হারিস) ২০০ শক্তি ঔষুধটি দৈনিক ৩ বার ৪টি করে বড়ি খাবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ