মাকরশার জাল বোনার বৈজ্ঞানিক ও সাধারন কৌশল বর্ননা কর ।
শেয়ার করুন বন্ধুর সাথে
MATS

Call

মাকর্সা তার জাল উৎপন্ন করার জন্য তার একটি গ্রন্থি কে কাজে লাগায়।গ্রন্থিটি নমনীয় সুতা উৎপন্ন করে যা মাকড়সা যেকোনো সময় কাজে লাগাতে পারে।মাকড়সা প্রথমে একটি X আকৃতির জাল বানায় পরে একে কেন্দ্র করে গিট দিতে থাকে।মাকড়সা প্রতিটি গিটে অনেক অতিরিক্ত সুতা পেঁচিয়ে রাখে যাতে টান লাগলে তা খুলে গিয়ে সুতা ছিরে যেতে দেয়না।এভাবেই সে তার জাল সম্পন্ন করে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ