প্রতিটা ফোনে I M E I দিয়ে একটা নামবার থাকে এর মানে কি?
Share with your friends
AbdulHalim

Call

IMEI নাম্বার মানে হচ্ছে International Mobile Equipment Identity নাম্বার। এটা সাধারণত ইউনিক নাম্বার হয়ে থাকে। জিএসএম, ইউএমটিএস, এলটিই এবং আইডিইএন মোবাইল ফোন সনাক্ত করনে এই নাম্বার ব্যবহার করা হয়। সাধারণত প্রায় সব মোবাইল ফোনেই *# ০৬# প্রেস করলেই এই নাম্বার দেখা যায়।

Talk Doctor Online in Bissoy App

IMEI — International Mobile Equipment Identity প্রতিটা ফোনেরই একটা আইএমইআই নম্বর থাকে। আইএমইআই নম্বর হচ্ছে আপনার ফোনের একটা সতন্ত্র আইডি। কখনোই দুটি ডিভাইস এর আইএমইআই নম্বর এক হবেনা। এটি একটি খুবই গুরুত্বপূর্ণ টুল যা ব্যবহার করতে পারবেন ট্র্যাকিং , হারিয়ে যাওয়া , চুরি হওয়া ফোনের তথ্য জানার জন্য। এছাড়া এই আইএমইআই নম্বর দ্বারা জানা যায় মোবাইল কোন ব্যান্ডের, কোন মডেলের এবং কোথায় তৈরী হয়েছে। আইএমইআই (IMEI) নম্বর জানতে আপনার মোবাইল ফোনের *#06# চাপুন , তখন দেখবেন ১৫-১৭ ডিজিটের সিরিয়াল নম্বর বা IMEI নম্বর আসবে। অথবা মোবাইল ফোনের ব্যাটারী খুললে সেটের সাথের স্টিকারে সিরিয়াল নম্বর বা IMEI নম্বর লিখা পাওয়া যাবে।

Talk Doctor Online in Bissoy App