Share with your friends
AbdulHalim

Call

লিনাক্স একটি অপারেটিং সিস্টেম। আমরা লিনাক্সের ব্যাপারে সবার আগে যে জিনিস জানতে পারি তা হল, এটি একটি "অপারেটিং সিস্টেম"। কিন্তু, প্রকৃতপক্ষে লিনাক্স মোটেও একটি অপারেটিং সিস্টেম নয়, এটি একটি কার্নেল। কার্নেল হল একটি অপারেটিং সিস্টেমের অংশ। আমি ভালোভাবেই বুঝতে পারছি যে, আপনাদের মাথা আমি খুব ভালোভাবেই আউলে দিয়েছি। এখন বলি অপারেটিং সিস্টেম জিনিসটা কি। অপারেটিং সিস্টেম হল একপ্রকার বিশেষায়িত সফটওয়্যার যা অন্যান্য সাধারণ সফটওয়্যারকে চালানোর পরিবেশ সৃষ্টি করে দেয়। আর কার্নেল হল ওই খোদ অপারেটিং সিস্টেমের একটি অংশ, যা হার্ডওয়্যারের সাথে সফটওয়্যারের যোগাযোগ রক্ষা করে। একটা উদাহরণ দিই, উইন্ডোজ এক্সপি, ভিসতা, ৭ হল অপারেটিং সিস্টেম। আর এসব অপারেটিং সিস্টেমের কার্নেল হল উইন্ডোজ এনটি। আবার উবুন্টু, ফেডোরা, লিনাক্স মিন্ট, রেডহ্যাট প্রভৃতি অপারেটিং সিস্টেম আর এদের কার্নেল হল লিনাক্স। লিনাক্সকে ভিত্তি করে যেসকল অপারেটিং সিস্টেম গড়ে ওঠে, তাদের লিনাক্স ডিস্ট্রো বা লিনাক্স ডিস্ট্রিবিউশন বলা হয়। যখন কার্নেলের সাথে অনেক সফটওয়্যার যোগ করা হয়, তখন তা পরিণত হয় একটি ডিস্ট্রিবিউশনে। অর্থাৎ, গ্নোম + ফায়ারফক্স + টোটেম + ওপেনঅফিস + লিনাক্স = উবুন্টু collected

Talk Doctor Online in Bissoy App