শেয়ার করুন বন্ধুর সাথে

পেটব্যথার বেশ কিছু কারণ নিচে উল্লেখ করা হলোঃ * বদহজম * কোষ্ঠকাঠিন্য * পাকস্থলীতে ভাইরাস সংক্রমণ * খাদ্যে বিষক্রিয়া * খাবারে অ্যালার্জি * গ্যাস * ল্যাকটোজ ইনটলারেন্স * পরিপাকতন্ত্রে আলসার * কটিদেশে প্রদাহজনিত ব্যথা * হার্নিয়া * পিত্তথলিতে পাথর * কিডনিতে পাথর * ইউরিন ইনফেকশন * ক্রনস ডিজিজ * এন্ডোমেট্রিওসিস (মেয়েদের) * গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ বা জিইআরডি * অ্যাপেন্ডিসাইটিস * খাদ্যনালিতে ক্যান্সার * ব্যথানাশক ওষুধ সেবন * লিভারের প্রদাহ * খাদ্যনালিতে অবস্ট্রাকশন * পেটে কৃমি (বাচ্চাদের ক্ষেত্রে অন্যতম কারণ)। আবার কোনো কারণ ছাড়াও কিন্তু পেটব্যথা হতে পারে। একে বলে ফাংশনাল বাওল ডিসঅর্ডার। এটি যে কারো হতে পারে। তবে অপ্রাপ্তবয়স্ক ও মধ্যবয়স্কদের পেটব্যথার সমস্যা বেশি হয়। তবে আপনার যে পেটে ব্যাথা তা হয়তো বদহজম বা পেটে গ্যাসের কারনে হয়ে থাকবে। যদি বেশী সমস্যা হয় তো দ্রুত ডাক্তারের পরামর্শ নিন। ধন্যবাদ ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ