শেয়ার করুন বন্ধুর সাথে
Call

ইসলাম কেবল স্বামী-স্ত্রীর মধ্যে অর্থাৎ বৈধভাবে নারী এবং পুরুষের মধ্যে যৌনসঙ্গম অনুমোদন করে। এ ছাড়া অন্য যেকোন পন্থায় কৃত যৌনচারকে হারাম করা হয়েছে। আর হিজড়াদের সাথে সহবাস করা একধরনের সমকামীর মধ্যেই পরে বলে একদল শরীয়াহ গবেষক মত দিয়েছেন। তাই এদের শাস্তি সমকামীদের অনুরুপ। কেননা সমকামী যৌনাচার ইসলামে নিষিদ্ধ। ইসলামের দৃষ্টিতে এটি একটি বিকৃত ও অত্যন্ত নিকৃষ্ট যৌনাচার যা নারী-পুরুষ যৌনতার স্বাভাবিকতাবিবর্জিত এবং যৌনতার মাধ্যমে প্রাকৃতিকভাবে প্রজননের পরিপন্থী,যা সৃষ্টিগতভবে যৌনতার মৌলিক ও কেন্দ্রীয় উদ্দেশ্য। ইসলামের দৃষ্টিতে এটি ব্যভিচার ও পরকীয়া থেকেও খারাপ একটি কাজ।সমকামীযৌনাচারের কারণে অতীতে নবী লূত(আঃ) এর সম্প্রদায়কে আল্লাহ ধ্বংস করে দেয়ার সাবধানকারী ঘটনা কুরআনের একাধিক সূরা ও একাধিক হাদীসে উল্লেখ রয়েছে।এছাড়া নবী মুহাম্মদ(সাঃ) সমকামীদের অভিসম্পাত করেছেন,সমাজকে সমকামিতার প্রভাব থেকে মুক্ত করতে এদের হত্যা করার নির্দেশ দিয়েছেন; এছাড়া চার খলিফাও এ ব্যাপারে একমত প্রকাশ করেছেন। সমকামিতা রোধ করার জন্য ইসলামে নারী পুরুষকে লিঙ্গ অনুযায়ী পোশাকীয় ও আচরণিক স্বকীয়তা বজায় রাখতে বলা হয়েছে এবং নারীকে পুরূষের বেশভুষা ও আচরণ এবং পুরুষকে নারীর বেশভুষা ও আচরণ অণুকরণ করতে নিষেধ করা হয়েছে। পাশাপাশি নারী বা পুরুষ সমাজেও উষ্কানিমূলক নগ্নতাকে নিষিদ্ধ করা হয়েছে| আরো উল্লেখ্য যে, যাদের সাথে বিবাহ নিষিদ্ধ (মাহরাম) তাদের সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করাকে অজাচার বলে। কওমে লূতের (লূত (আঃ) -এর সম্প্রদায়ের) সীমালঙ্ঘনের কাজগুলোর মধ্যে একটি ছিল অজাচার। হাদীসে আছে, রাসূল (সাঃ) মানুষের মাঝে কওমে লূতের কুঅভ্যাসসমূহ সঙ্ঘটিত হওয়া নিয়ে সবচেয়ে বেশি দুশ্চিন্তা করতেন এবং ইচ্ছাকৃতভাবে এসব কুকর্মে রত ব্যক্তিদের মৃত্যুদন্ড দেয়ার আদেশ দিতেন। আবু বকর (রাঃ) তার খিলাফতের সময় এ ধরনের ব্যক্তিদের উপর দেয়াল ধ্বসিয়ে দিতেন এবং আলী (রাঃ) তার খিলাফতের সময় এদের আগুনে পুড়িয়ে মারতেন। ইসলামের দৃষ্টিতে ইচ্ছাকৃত অজাচার একটি কুফরি বা আল্লাহর অবাধ্যতা এবং মনুষত্ববোধহীন অমানবিক ও পশুসুলভ আচরণ হিসেবে কঠোরভাবে নিষিদ্ধ। এটি মানবিক সম্পর্ককে ধ্বংস ও নিঃশেষ করে দেয়। ইসলামের দৃষ্টিতে সকল পুরুষ পরষ্পরের ভাই এবং সকল নারী পরস্পরের বোন। তাই ইসলামের দৃষ্টিতে সমকামিতাও একটি অজাচার। আল্লাহ এ জাতীকে হেফাযত করুন। আমীন!

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ