Call

প্রতি বছর সিয়াম সাধনার মাস আসে, ইবাদাত-বন্দেগী করার মাধ্যমে নিজেকে পবিত্র করে নেওয়ার জন্য। এ মাসে আপনি তাস বা এধরনের কিছুর মাধ্যমে সময় কাটানোর চেয়ে কোরআন-হাদীসের মত বিভিন্ন ইসলামী বই অধ্যয়ন করার মাধ্যমে কাটিয়ে দিন। অথবা বিভিন্ন ইসলামী অনুষ্ঠানের অডিও-ভিডিও দেখার মাধমে দিনটি অতিবাহিত করুন। এতে মহান আল্লাহ খুশী হবেন, আপনার সিয়াম ও স্বার্থক হবে। উল্লেখ্য যে, অনেকে রোযা রেখে সময় কাটেনা দেখে ঘুমিয়ে সময় কাটায়, এমনও আছে কেউ টিভি দেখে, গান শুনে, ফালতু গল্প করে সময় নষ্ট করে, গিবত করে, মিথ্যা কথা বলে বেড়ায় – (নাউযুবিল্লাহি মিন যালিক!) এটা মারাত্মক ভুল ও রোযার উদ্দেশ্য তাক্বওয়া অর্জন করা – এর সম্পূর্ণ বিপরীত। কিছু সময় বিশ্রাম নিতে পারে, বা যোহরের পর ‘ক্বায়লুলা’ বা দিবানিদ্রা করতে পারে যাতে করে রাত জেগে সালাত আদায় করতে পারে। কিন্তু ঘন্টার পর ঘন্টা ঘুমিয়ে কাটানো ভুল। রোযার সময়টাতে উচিত হচ্ছে ক্বুরান তেলাওয়াত করা, যিকর-আযকার করা, বেশি বেশি করে দুয়া করা, ক্বুরান ও সহীহ হাদীসের বই পড়া, রোযা সম্পর্কে বিস্তারিত জ্ঞান অর্জন করে তার হক্ক আদায় করতে সচেষ্ট হওয়া, ওয়াজ লেকচার শোনা বা জ্ঞান অর্জন করা। আর গান বাজনা শুনে, লুডু-তাস খেলে, টিভি দেখে, হারাম কাজ কর্মে যারা লিপ্ত থাকে – আল্লাহ বলেছেন এরা পানাহার করুক আর না খেয়ে থাকুক – তাতে কোন পার্থক্য থাকলোনা। আল্লাহ আমাদের সঠিকভাবে সিয়াম সাধনার মাস অতিবাহিত করার তাওফিক দিন। আমীন!

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ